শিম দিয়ে মাছের ঝোল (shim diye macher jhol recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#SF
একদম সাধারণ ভাবে তৈরি করা সুস্বাদু একটি মাছের ঝোল।

শিম দিয়ে মাছের ঝোল (shim diye macher jhol recipe in bengali)

#SF
একদম সাধারণ ভাবে তৈরি করা সুস্বাদু একটি মাছের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টুকরোমাছের
  2. ১৫০ গ্রাম শিম
  3. ১ টি টমেটো
  4. ২ চা চামচ ফিশ মশলা
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১/৪ চা চামচ কালোজিরা
  8. ১ মুঠো মেথি পাতা
  9. পরিমাণ মতধনেপাতা কুচি
  10. স্বাদ মতনুন
  11. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব উপকরণ হাতের কাছে রেখে মাছে নুন, হলুদ মাখিয়ে তেল গরম করে মাছ গুলো ভেজে তুলে নিতে হবে ।

  2. 2

    তারপর ওই কড়াইতে কালোজিরা ফোরন দিয়ে ওর মধ্যে শিম, হলুদ, নুন ও ফিস মশলা দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে । তারপর শিম নরম হয়ে গেলে টমেটো কুচি দিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত সাতলাতে হবে।

  3. 3

    তারপর ওর মধ্যে মেথি শাক দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মত জল দিয়ে ফুটতে দিতে হবে । ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো ঢেলে দিতে হবে।

  4. 4

    এবার মাখা মাখা হলে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে । তারপর নিজের পছন্দ মত পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes