ইলিশ ভাজা (ilish vaja recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

ইলিশ ভাজা (ilish vaja recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 3 পিসইলিশ মাছ
  2. স্বাদ মতনুন
  3. 1/2 চা চামচ হলুদ
  4. স্বাদমতোলঙ্কার গুঁড়ো
  5. পরিমান মত সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ গুলি ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা বাটিতে মাছ গুলি নিয়ে এতে নুন,হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    তারপর গ্যাস এ কড়াই বসিয়ে তেল দিতে হবে তেল গরম হলে মাছ গুলি দিয়ে মিডিয়াম আচে দুই পিঠ লালচে করে ভেজে তুলে নিতে হবে আর গরম গরম ভাতের সাথে মাছ ভাজা ও ভাজার তেল সহ পরিবেশন করতে হবে গরম গরম ইলিশ ভাজা আহা তৃপ্তির আহার ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes