জল ছাড়া চিকেন কষা (Jal chara chicken kosha recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#nv
#week3
জল ছাড়া চিকেন কষা একটি অত্যন্ত সুস্বাদু খাবার । এটি ভাত , রুটি, কুলচা সব কিছু দিয়েই খাওয়া যায় ।

জল ছাড়া চিকেন কষা (Jal chara chicken kosha recipe in bengali)

#nv
#week3
জল ছাড়া চিকেন কষা একটি অত্যন্ত সুস্বাদু খাবার । এটি ভাত , রুটি, কুলচা সব কিছু দিয়েই খাওয়া যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4 জন
  1. 600 গ্রামচিকেন
  2. 5 টিপিঁয়াজ
  3. 12 কোয়ারসুন
  4. 2 ইঞ্চিআদা
  5. 4টেবিল চামচ টক দই
  6. 1/2 চা চামচগরম মশলার গুঁড়ো
  7. 1/2 চা চামচকাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1/ 2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  10. 2 টিকাঁচালঙ্কা
  11. 1 +1 টি শুকনো লঙ্কা, তেজপাতা
  12. 4+ 4টি+1 ইঞ্চিছোট এলাচ, লবঙ্গ, দারচিনি
  13. 2 চা চামচধনে পাতা কুচি
  14. স্বাদ মতনুন
  15. 1/2 চা চামচচিনি
  16. 2 চা চামচসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে চিকেন ভাল করে ধুয়ে পরিস্কার করে নিয়েই দই, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে একঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে ।

  2. 2

    এবার 2 টি পিঁয়াজ কুচি করে নিতে হবে আর 3 টি পিঁয়াজ, আদা, রসুন ও কাঁচালঙ্কা বেটে নিতে হবে ।

  3. 3

    এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ওরমধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিতে হবে ।

  4. 4

    এবার পিঁয়াজ কুচি দিতে হবে ও ভাজতে হবে ।

  5. 5

    এবার পিঁয়াজ একটু ভাজা হলে ওরমধ্যে আদা রসুন লঙ্কাবাটা দিয়ে দিতে হবে । আদা, রসুন কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজতে হবে ।

  6. 6

    এবার ওরমধ্যে নুন ও চিনি দিয়ে দিতে হবে ।

  7. 7

    এবার ম্যারিনেট করা চিকেন টা
    ওরমধ্যে দিতে হবে ও কষতে হবে ।

  8. 8

    এবার কাশ্মীরী লঙ্কার গুঁড়োটা মিশিয়ে ভালো করে কষে ঢেকে ঢেকে রান্না টা করতে হবে । ঢেকে ঢেকে রান্না করলে ওরথেকে প্রচুর জল বেরোবে ।

  9. 9

    চিকেন থেকে জল বেরোতে শুরু করলে মাঝে মাঝে নাড়তে হবে আর ঢেকে রাখতে হবে ।

  10. 10

    এবার আস্তে আস্তে জল শুকিয়ে চিকেন সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে ।

  11. 11

    10 মিনিট স্ট্যাণ্ডিং টাইমে রেখে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes