দই বড়া (Dahi vada recipe in Bengali)

SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi

দই বড়া (Dahi vada recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15-20 মিনিট
2 জন
  1. 100 গ্রামকলাই এর ডাল
  2. 1টেবিল চামচ মৌরি
  3. 1 টুকরোআদা
  4. 200 গ্রামটক দই
  5. 2টেবিল চামচ চিনি
  6. স্বাদ অনুযায়ীবিট লবণ
  7. 1 চা চামচভাজা জিরা গুঁড়ো
  8. 1/2 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  9. পরিমান মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

15-20 মিনিট
  1. 1

    ডাল সারারাত ভিজিয়ে রেখে সকালে জল ঝরিয়ে একটা সুতির কাপড় এর উপর ছড়িয়ে দিয়ে শুকনো করে নিন। ডাল, আদা, মৌরি, কাঁচা লঙ্কা ও নুন দিয়ে বেটে নিন। প্রয়োজন হলে এক বা দু চামচ জল দিতে পারেন। এক্ষেত্রে ডাল এমন ভাবে বেটে নিতে হবে যাতে একটা মন্ড তৈরি করা যায়।

  2. 2

    এই মিশ্রন থেকে অল্প অল্প করে নিয়ে গোলাকার আর পছন্দমত সাইজে গড়ে গরম তেলে ভেজে তুলে রাখুন।

  3. 3

    দই চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। বড়ার উপর ঢেলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন। উপর থেকে জিরে ও লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi
রান্না শেখার একটা চেষ্টা করছি মাত্র
আরও পড়ুন

Similar Recipes