সেজুয়ান গার্লিক ম্যাগি (Schezwan garlic Maggi recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

বন্ধু আর ম্যাগি মনে হয় সমার্থক,হোস্টেল জীবনে যে কোন ভালো কিছু সেলিব্রেটি মানেই ম্যাগি।
#fd#week4

সেজুয়ান গার্লিক ম্যাগি (Schezwan garlic Maggi recipe in Bengali)

বন্ধু আর ম্যাগি মনে হয় সমার্থক,হোস্টেল জীবনে যে কোন ভালো কিছু সেলিব্রেটি মানেই ম্যাগি।
#fd#week4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০ মিনিট
৩জন
  1. ৩ প্যাকেট ম্যাগি নুডলস
  2. ২টেবিল চামচ বাটার
  3. ১টেবিল চামচ রসুন কুচি
  4. ১টা বড় পেঁয়াজ কুচি
  5. ৩টে ডিম নুন দিয়ে ফেটিয়ে ভেজে ঝুরো করে নেওয়া
  6. ২টেবিল চামচ গাজর কুচি
  7. ২টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  8. ১চা চামচ লঙ্কা গুঁড়ো(স্বাদ মতো)
  9. ১টেবিল চামচ সেজুয়ান সস্(স্বাদ মতো)
  10. ১/২চা চামচ সয়াসস
  11. স্বাদ মতোনুন
  12. পরিমাণ মতোম্যাগি মশলা

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০ মিনিট
  1. 1

    প্রথমে ম্যাগিটা সেদ্ধ করে জল ঝড়িয়ে নিতে হবে।একটু শক্ত নামানো ভালো

  2. 2

    একটা পাত্রে বাটার দিয়ে গলে গেলে রসুন কুচি দিয়ে ভাজতে হবে।

  3. 3

    সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।একে একে গাজর,ক্যাপ্সিকাম কুচি মেশাতে হবে।

  4. 4

    সবজি গুলো একটু নরম হলে দু রকম সস্ও বাকি মশলা ভালো করে মিশিয়ে ম্যাগি মেশাতে হবে।স্বাদ মতো নুন দিতে হবে।

  5. 5

    তারপর ডিম ঝুরা ভালো করে মিশিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

Similar Recipes