মটরের ঘুগনি (Motorer ghugni recipe in Bengali)

Lily Law
Lily Law @cook_30991022

এটা একটি চটজলদি রেসিপি। প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। আমার প্রথম শেখা ছোট মেশোর কাছ থেকে। যদিও সবাই জানেই তাও শেয়ার করলাম। #sarekahon #কুকপ্যাড

মটরের ঘুগনি (Motorer ghugni recipe in Bengali)

এটা একটি চটজলদি রেসিপি। প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। আমার প্রথম শেখা ছোট মেশোর কাছ থেকে। যদিও সবাই জানেই তাও শেয়ার করলাম। #sarekahon #কুকপ্যাড

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জনের জন্য
  1. ২৫০ গ্রাম মটর(সরারাত ভিজিয়ে রাখা)
  2. ২ টো বড়ো পেঁয়াজ কুচি করা
  3. ১ টাবড়ো আদা পেস্ট করা
  4. ৪ চা চামচনুন
  5. ৪ চা চামচহলুদ গুঁড়ো
  6. ২ চা চামচলঙ্কা গুঁড়ো
  7. ১ আঁটিধনে পাতা
  8. ২ টোটমেটো টুকরো করে রাখা।
  9. ২ চা চামচধনে গুঁড়ো
  10. ২ চা চামচগরম মশলা গুঁড়ো
  11. ৫০ গ্রামসাদা তেল
  12. ১ টালেবু
  13. পরিমাণমতোঝুরি ভাজা
  14. স্বাদ মতকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ভেজানো মটর গুলো ধুয়ে, অল্প নুন, হলুদ দিয়ে প্রেসার কুকারে এ সেদ্ধ করে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে তাতে পেঁয়াজ গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।

  3. 3

    এরপর আদা বাটা টা কড়াইতে দিয়ে নেড়ে ধনে গুঁড়ো,হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও আন্দাজ মত নুন দিয়ে নাড়তে হবে। কুচি করা টমেটো গুলো ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিন

  4. 4

    কড়াইতে তেল ছেড়ে এলে মটর গুলো দিয়ে নাড়তে হবে।

  5. 5

    এবার কটা ধনে পাতা দিয়ে মটর টা ভালো করে কষতে হবে।

  6. 6

    তারপর ২ গ্লাস জল দিয়ে মটর গুলো ভালো করে ফোটাতে হবে । মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন।

  7. 7

    ব্যাস গরম গরম ঘুগনি রেডি। এরপর একটা পাত্রে পরিবেশণ করে ওপরে ধনে পাতা, লেবু, ঝুরি ভাজা দিয়ে সাজিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lily Law
Lily Law @cook_30991022

Similar Recipes