ড্রাই চিলি চিকেন (Dry chili chicken recipe in Bengali)

Arpita Kar
Arpita Kar @arpitaavi123
Hindmotor, hoogly

ড্রাই চিলি চিকেন (Dry chili chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন
  1. 500 গ্রামচিকেন
  2. 2 টোক্যাপ্সিকাম
  3. 1 টাগোটা রসুন
  4. 2 টোপেঁয়াজ
  5. 25 গ্রামআদা
  6. 10 টাকাঁচালঙ্কা
  7. 3 চা চামচকর্নফ্লাওয়ার
  8. 2 চা চামচটমেটো সস
  9. 1 চা চামচভিনেগার
  10. 1 চা চামচসয়া সস
  11. 1 টাডিম
  12. 1 চা চামচগোলমরিচ এর গুড়ো
  13. স্বাদমতোনুন
  14. পরিমান মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    1.চিকেন ভালো করে ধুয়ে আদা রসুন বাটা, ময়দা ভিনেগার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে রাখতেহবে 30মিনিট।

  2. 2

    2 সবরকম সস,ভিনেগার,গোলমরিচ,স্বাদ অনুযায়ী লবণ আর চিনি টা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখতে হবে।

  3. 3

    3.ডিম ফেটিয়ে চিকেন এর মধ্যে দিয়ে বাকি ময়দা,কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    চিকেন এর টুকরো গুলো ভালো করে ভেজে তুলে নিয়ে ২ টেবিল চামচ তেল রেখে বাকিটা সরিয়ে নিতে হবে

  5. 5

    এরপর ক্যাপ্সিকাম,পেঁয়াজ,আদা রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি সব ভেজে নিয়ে ওর মধ্যে সস মিশ্রণ ত ঢেলে দিতে হবে।

  6. 6

    তারপর পরিমাণ মত জল দিয়ে ফুটে উঠলে ভেজে রাখা চিকেন এর টুকরো গুলো দিয়ে একটু জলে গোলা কর্নফ্লাওয়ার দিয়ে ৩-৪মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি চিলি চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Kar
Arpita Kar @arpitaavi123
Hindmotor, hoogly
I am a model, dancer , tattoo artist ll
আরও পড়ুন

Similar Recipes