এগ ফ্রাইড রাইস (egg fried rice recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#eboo0k6
#week8

এবার ইবুক থেকে আমি ফ্রাই রাইস বেছে নিয়েছি। বানানো একদম সহজ কিন্তু খেতে খুব টেস্টি ও মজার। এই ভাবে রান্না করলে এক নিমেষে শেষ হয়ে যাবে।

এগ ফ্রাইড রাইস (egg fried rice recipe in bengali)

#eboo0k6
#week8

এবার ইবুক থেকে আমি ফ্রাই রাইস বেছে নিয়েছি। বানানো একদম সহজ কিন্তু খেতে খুব টেস্টি ও মজার। এই ভাবে রান্না করলে এক নিমেষে শেষ হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম চালের ভাত
  2. ১ টা মাঝারি পেঁয়াজ কুচি
  3. ৩-৪ টা রসুন কুচি
  4. ১ টা ক্যাপ্সিকাম কুচি
  5. ১/৪ কাপ বরবটি কুচি
  6. ১/৪ কাপ পাতাকপি কুচি
  7. ১/৪ কাপ গাজর কুচি
  8. ৩ টা ডিম
  9. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. ২ টা কাঁচা লঙ্কা কুচি
  11. ১ চা চামচ সয়া সস
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. পরিমান মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ডিম ফাটিয়ে দিয়ে ওর মধ্যে নুন ও একটু গোলমরিচ গুড়ো দিয়ে ভুজিয়া তৈরি করে নিতে হবে।

  2. 2

    তারপর পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।

  3. 3

    তারপর ওর মধ্যে কেটে রাখা সব সবজি গুলো ও কাঁচা লংকা কুচি দিয়ে অল্প নুন দিয়ে সবজি গুলো হালকা নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে।

  4. 4

    তারপর ওর মধ্যে আগে থেকে রান্না ভাত দিয়ে দিতে হবে তারপর ওর মধ্যে ডিমের ভুজিয়া দিয়ে দিতে হবে আর ওর মধ্যে সয়া সস ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর ওর মধ্যে গোলমরিচ গুড়ো দিয়ে আরো একটু মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes