এগ ফ্রাইড রাইস(Egg Fried Rice recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

এগ ফ্রাইড রাইস(Egg Fried Rice recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম বাসমতী চাল
  2. ১/২ কাপ গাজর কুচি
  3. ১/২ কাপ বিন্স কুচি
  4. ১/২ কাপ ক্যাপ্সিকাম কুচি
  5. ২ টি পেঁয়াজ কুচি
  6. ২ দুটি ডিম অমলেট করে কুঁজো করে নিতে হবে
  7. ২ টেবিল চামচ ঘি
  8. স্বাদ অনুযায়ীলবণ ও চিনি
  9. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  10. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  11. পরিমাণ মত সাদা তেল
  12. প্রয়োজন অনুযায়ীএলাচ লবঙ্গ দারচিনি ফোঁড়নের জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চালটিকে ঝরঝরে ভাত করে নিতে হবে।

  2. 2

    এবার সাদা তেলে সব সবজি গুলো হালকা ভেজে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে ঘি দিয়ে গরম মসলা গুলো ফোড়ন দিয়ে ভাজা সবজি,ডিমের কুচি, লবণ,গরম মশলা গুঁড়ো,গোলমরিচের গুঁড়ো, ও সামান্য চিনি ভালোভাবে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এগ ফ্রাইড রাইস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes