গজা (goja recipe in Bengali)

Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj

গজা (goja recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪জন
  1. ১.৫ কাপ ময়দা
  2. ৪চা চামচ ঘি
  3. পরিমাণ মতসাদাতেল
  4. ১কাপ চিনি
  5. ২চা চামচ লেবুর রস
  6. ২টো এলাচ
  7. ১/৪চা চামচ বেকিং সোডা

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে একটা পাএে ময়দা, ঘি,সাদাতেল,ব্রেকিং সোডা শুকনো মেশাতে হবে ভালো করে।

  2. 2

    এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো বানাতে হবে(ডো টা এমন ভাবে বানাতে হবে যাতে খুব নরম বা খুব শক্ত না হয়)। এবং ডো টা ৩০মিনিট ঢেকে রেস্টে রেখে দিতে হবে।

  3. 3

    অন্য দিকে একটা পাএে চিনি আর জল, এলাচ আর লেবু রস দিয়ে একটা আঠালো সিরা বানিয়ে নিতে হবে।

  4. 4

    ৩০মিনিট পরে ডো টা কে বেলে চাকু দিয়ে ৪টা ভাগে কেটে ৪টা ভাগ এক সাথে করে আবার বেলতে হবে। এই একই পদ্ধতি ৩বার করতে হবে।

  5. 5

    এবার ডো টাকে লম্বা করে বেলে চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  6. 6

    এরপর একটা কড়াইয়ে সাদাতেল গরম করে ছোট ছোট টুকরো গুলো দিয়ে মিডিয়া আঁচে হাল্কা বাদামী করে ভেজে নিতে হবে।

  7. 7

    ভেজে নেওয়া গজা গুলো সিরা কিছু সময় রেখে তুলে নিতে হবে (বেশী সময় রাখলে নরম হয়ে ভেঙে যেতে পারে)।

  8. 8

    এবার এই তৈরি করা "গজা" রথের সময় জগন্নাথ দেবকে নিবেদন করুন এবং ঘরে রেখেও বেশ কিছু দিন খান।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj
রান্না করতে ভালোবাসি💖 আর নতুন নতুন রান্না করে খাওয়াতের খুব ভালোবাসি 😊.
আরও পড়ুন

Similar Recipes