এগ রোল (Egg roll recipe in Bengali)

Ankita Bhattacharjee Roy
Ankita Bhattacharjee Roy @cook_30845269

#ssr
দুর্গাপূজা মানে বাঙালির প্রাণের পূজা, মনের পূজা, তার সাথে পেটের ও পূজা।।
আমি সপ্তমী স্পেশাল রেসিপি উপলক্ষ্যে আমার মেয়ের পছন্দের রেসিপি,এগ রোল বানালাম।।

এগ রোল (Egg roll recipe in Bengali)

#ssr
দুর্গাপূজা মানে বাঙালির প্রাণের পূজা, মনের পূজা, তার সাথে পেটের ও পূজা।।
আমি সপ্তমী স্পেশাল রেসিপি উপলক্ষ্যে আমার মেয়ের পছন্দের রেসিপি,এগ রোল বানালাম।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 1/2 কাপময়দা
  2. 1 টিশসা কুচি
  3. স্বাদ মত লবণ
  4. 1 চামচজিরেগুঁড়ো
  5. 1 চা চামচধনে গুঁড়ো
  6. পরিমাণ মত সাদা তেল
  7. 3 টিডিম
  8. 1 টিপেঁয়াজ কুচি
  9. 3 টিকাঁচা লঙ্কা কুচি
  10. পরিমাণ মত টমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ময়দা, তেল ও সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়ে, জল দিয়ে মেখে নিতে হবে। তারপর চাকা বেলনার সাহায্যে রুটির মতো গোল করে বেলতে হবে।

  2. 2

    গ্যাসে প‍্যান বসিয়ে তেল দিতে হবে। রুটি গুলোকে দুই পিঠ তেলে ভেজে নিতে হবে।এইবার প‍্যানে আবার তেল দিয়ে, তেল গরম হলে একটা করে ডিম ভেঙে তার সাথে লবণ, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে।তার উপরে তেলেভাজা ওই রুটি গুলি চাপিয়ে দিতে হবে। ডিম রুটির সাথে লেগে গেলে,রুটি খুন্তির সাহায্যে উল্টে নিয়ে তুলে নিতে হবে এবং তা অন্য পাত্রে রাখতে হবে।

  3. 3

    এরপর পেঁয়াজ,শসা, লঙ্কা কুচি করে কেটে নিতে হবে।এইবার রুটিগুলোর মাঝখানে পেঁয়াজ,শসা, লঙ্কা কুচি এবং টমেটো সস দিয়ে দিতে হবে।তারপর গোল করে রোল করে নিতে হবে। শেষে কাগজের সাহায্যে আবারো রোল করে পিছনটা ভালো করে মুড়িয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে এগ রোল।এইবার গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Bhattacharjee Roy
I love cooking ❤️❤️
আরও পড়ুন

Similar Recipes