ক্যাবেজ কাটলেট (cabbage cutlet recipe in Bengali)

Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj

ক্যাবেজ কাটলেট (cabbage cutlet recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩জন
  1. ১কাপ বাঁধাকপি কুচি
  2. ১টা পেঁয়াজ কুচি
  3. ৬-৭কোয়া রসুন কুচি
  4. ১টেবিল চামচধনেপাতা কুচি
  5. ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. স্বাদ মতলবণ
  8. ৫ টেবিল চামচ সুজি
  9. ১ চা চামচ কর্নফ্লাওয়ার
  10. ১ চা চামচ চাট মশলা
  11. ১/৪ চা চামচ গোটা জিরে
  12. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  13. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে বাঁধাকপি ভালো করে ধুয়ে গ্রেট করে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর একটা পাএে বাধাঁকপি,লঙকা কুঁচি, পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি,গোটা জিরা, লবণ,হলুদ,কাশ্মীরী লঙ্কার গুড়ো,চাটমশলা,কর্ণফ্লাওয়ার,ধনেপাতা কুঁচি, গোলমরিচের গুঁড়ো, ধনে গুড়ো, সুজি দিয়ে ভালো করে মিশিয়ে পরে সুজি আর প্রয়োজন হলে দিতে হবে দিয়ে একটা গাঢ় মিশ্রণ তৈরি করতে ১০মিনিট রেস্টে রেখে দিতে হবে।

  3. 3

    ১০মিনিট পরে মিশ্রণটি থেকে ছোট ছোট লেচির মত নিয়ে আর অল্প করে সুজি হাতে লাগিয়ে দুটো হাতে দিয়ে প্রথমে গোল করে চেপটা চেপটা করে কাটলেট আকারে তৈরি করে নিতে হবে।

  4. 4

    এবং একটা কড়াইয়ে সাদাতেল গরম করে সাথে সাথে ২/৩টা করে দিয়ে মিডিয়া আঁচে ভেজে নিতে হবে।

  5. 5

    ভাজা গুলো এবার একটা টিস্যু পেপারে উপর রেখে তেল ছড়িয়ে টমেটো সস্ আর চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন "ক্যাবেজ কাটলেট"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj
রান্না করতে ভালোবাসি💖 আর নতুন নতুন রান্না করে খাওয়াতের খুব ভালোবাসি 😊.
আরও পড়ুন

Similar Recipes