আমড়ার চাটনি (amrar chutney recipe in bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#c4
#week4
আমড়ার চাটনি অত্যন্ত প্রচলিত এবং সুস্বাদু একটি পদ। আমার খুব প্রিয় একটি প্রিপারেশন যেটি শেষপাতে বেশ ভালো লাগে।

আমড়ার চাটনি (amrar chutney recipe in bengali)

#c4
#week4
আমড়ার চাটনি অত্যন্ত প্রচলিত এবং সুস্বাদু একটি পদ। আমার খুব প্রিয় একটি প্রিপারেশন যেটি শেষপাতে বেশ ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫
  1. ৬-৭ টি আমড়া
  2. ১ চা চামচসর্ষের তেল
  3. ১ চা চামচ পাঁচফোড়ন
  4. ১-২ টি কাঁচা লঙ্কা
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. স্বাদ মতলবণ
  7. পরিমাণ মতজলমতো
  8. স্বাদ মতচিনি/ গুড়
  9. ১ চা চামচ কাশ্মীরী রেড চিলি পাউডার
  10. ১ চা চামচ ভাজা পাঁচফোড়ন গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১৫
  1. 1

    প্রথমে আমরা গুলো ভালভাবে ধুয়ে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবো।

  2. 2

    এবার কড়ায় গরম করে এক চামচ তেল দিয়ে তার মধ্যে পাচফোরন ও কাঁচালঙ্কা ফোড়ন দেব।

  3. 3

    এবার সিদ্ধ করে রাখা আমরা গুলো দিয়ে তেলের মধ্যে নিয়ে নব স্বাদমতো লবণ ও হলুদ এবং এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নেড়েচেড়ে জল দিয়ে দেব। স্বাদমতো মিষ্টি দেব।

  4. 4

    এবার ভালোভাবে ফুটে উঠলে উপর দিয়ে এক চামচ ভাজা পাঁচফোড়ন গুঁড়া ছড়িয়ে নামিয়ে নেব।

  5. 5

    তৈরি হয়ে গেল সুস্বাদু আমড়ার চাটনি ।খাবারের শেষপাতে পরিবেশন করার জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes