ডাল তড়কা(Dal tadka recipe in bengali)

Dipa Bhattacharyya
Dipa Bhattacharyya @cook_15471589

#eboo0k6
#week9
আমি ধাঁধা থেকে ডাল তড়কা বেছে নিলাম

ডাল তড়কা(Dal tadka recipe in bengali)

#eboo0k6
#week9
আমি ধাঁধা থেকে ডাল তড়কা বেছে নিলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25মিনিট
4 জন
  1. 1/2 কাপমুসুর দল
  2. 1/4 কাপমুগ ডাল
  3. 1/4 কাপঅড়হর ডাল
  4. 2টেবিল চামচ পেয়াজ কুঁচি
  5. 1 চা চামচরসুন কুচি
  6. 1 চা চামচগ্রেট করা আদ
  7. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  8. 1 চা চামচগুড়ো জির
  9. 1 চিমটিহিং
  10. 1 চা চামচলংকা গুঁড়ো
  11. 2 টাগোটা শুকনো লংকা
  12. 1/2 চা চামচ গোটা জিরে
  13. 3টেবিল চামচ ঘি
  14. 1 চা চামচ তেল
  15. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  16. 1 টাছোট টমেটো কুঁচি করা
  17. পরিমাণ মতোমাখন
  18. পরিমাণ মতো কসুরী মেথি
  19. 1/2 চা চামচগোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

25মিনিট
  1. 1

    সব ডাল একসাথে ভিজিয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রাখযে হবে

  2. 2

    তারপর কুকারে পরিমান মোটজল দোয়া সেদ্ধ কিরে গ9লুয়ে নিতে হবে

  3. 3

    করাই গরম হলে তেল র ঘি দিতে হবে। তারপর গুকনোলঙ্কা আর গোটা জিরে দিয়ে ভিষজতে হবে দিতে হবে ভাজা হকেপেঁয়াজ কুচি ভেজে রসুন আর আদা কুকগী ভিষজতে হবে টমেট কুচি দিতে হবে

  4. 4

    সব গুঁড়ো মশলা দিয়ে নারাতে হবে কসুরী মেথি দিতে হবেকিছুটা ভাজা মসলা তুলে রাখে সেদ্ধ করে রাখা দল নুন পরিমান মত জল দিয়ে ফিটাতে হবে মাখন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নওমিয়ে নিতে হবে

  5. 5

    ডাল একটি পাত্রে ঢেলে3 নিতে হভ

  6. 6

    তুলে রাখা তেল আর একটু ফুটিয়ে ডাকের উড়ে সিগড়িয়ে দিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipa Bhattacharyya
Dipa Bhattacharyya @cook_15471589

Similar Recipes