মশালা ভিন্ডি (Mashla vindi recipe in Bengali)

Madhabi Gayen
Madhabi Gayen @madhabi_kitchen

আমি নিজেই এই রান্না টি করেছি।

মশালা ভিন্ডি (Mashla vindi recipe in Bengali)

আমি নিজেই এই রান্না টি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২জনের
  1. ২৫০ গ্রাম ভিন্ডি
  2. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  3. ১/৪ চা চামচগরম মশলা
  4. ১ টি লাল কাঁচা লঙ্কা
  5. ২ চা চামচ সরিষার তেল
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১টিপিয়াঁজ বাটা
  8. ১/২ চা চামচ রসুন
  9. ১চা চামচধনে গুঁড়ো
  10. ১ চা চামচজিরা গুঁড়া
  11. ১/২চা চামচকরে গোটা জিরা ও কাসুরী মেথি
  12. স্বাদ মতো নুন
  13. দই ১চা চামচ
  14. ১/২ চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ভিন্ডি গুলো জলে পরিষ্কার করে ধুয়ে একটা ভিন্ডিকে ২ -৩ টি পিস করে নিয়ে লম্বা সরু করে কেটে নিলাম

  2. 2

    এবার কড়াই তে তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে ভিন্ডিগুলো ঢেলে দিলাম।

  3. 3

    এবার স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে ঢেকে দিলাম ৫মিনিটের জন্য।

  4. 4

    ৫মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিলাম।

  5. 5

    এখন ওই কড়াই তে তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে এবার পিয়াঁজ বাটা, আদা বাটা ও রসুনবাটা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো,জিরা গুঁড়ো দিয়ে নাড়া চাড়া করে মসলা ভেজে নিয়ে এবার অল্প নুন ও কসুরী মেথি ও দই ফেটিয়ে দিলাম ।

  6. 6

    এখন আরও একটু ক্ষন কষে নিয়ে এবার ভিনন্ডি ভাজা ঢেলে দিলাম ।

  7. 7

    এবার ভিন্ডিভাজা ভালো করে মসলার সাথে মিশিয়ে ১মিনিট ঢেকে দিলাম।

  8. 8

    এবার ঢাকা খুলে নাড়া চাড়া করে একটা পাত্রে ঢেলে লঙ্কা এবং পিয়াঁজ কুচি করা সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhabi Gayen
Madhabi Gayen @madhabi_kitchen

Similar Recipes