কই মৌরি  (Koi Mouri recipe in Bengali)

Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

#ssr
#Week1
কই মৌরি খুবই সাবেকি ও ট্রাডিশনাল একটি রান্না। বর্ণে, গন্ধে, স্বাদে অতুলনীয় এই আমিষ রান্নাটি পুজোর সপ্তমীর দিন আমাদের মাছে ভাতে বাঙালির পাতে থাকলে পুজোর খাওয়া দাওয়া পরিপূর্ণ হয়ে যাবে।

কই মৌরি  (Koi Mouri recipe in Bengali)

#ssr
#Week1
কই মৌরি খুবই সাবেকি ও ট্রাডিশনাল একটি রান্না। বর্ণে, গন্ধে, স্বাদে অতুলনীয় এই আমিষ রান্নাটি পুজোর সপ্তমীর দিন আমাদের মাছে ভাতে বাঙালির পাতে থাকলে পুজোর খাওয়া দাওয়া পরিপূর্ণ হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ৪ টি কই মাছ (আমি একটু বড় সাইজের কই মাছ দিয়ে করেছি)
  2. ২ টেবিল চামচ গোটা মৌরি
  3. ১/২ চা চামচ গোটা মেথি
  4. ১ টেবিল চামচ আদা বাটা
  5. ৮-১০ টি গোটা কাঁচা লঙ্কা
  6. ১/২ কাপ টক দই
  7. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  9. ৬ টেবিল চামচ সর্ষের তেল
  10. ১/২ চা চামচ চিনি
  11. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কই মাছ গুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন ও ১/২ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন।

  2. 2

    গোটা মৌরি ও ২টি গোটা কাঁচা লঙ্কা এক সাথে বেটে নিন।

  3. 3

    টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর তাতে মৌরি-কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চিনি ও নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।

  4. 4

    সর্ষের তেল গরম করে প্রথমে কই মাছ গুলি হালকা ভেজে তুলে নিয়ে ওই তেলেই গোটা মেথি ও কিছু গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিন।

  5. 5

    তারপর টক দইয়ের মিশ্রণটি দিয়ে ভালো করে কষুন, তেল ছেড়ে এলে ভেজে রাখা কই মাছ ও পরিমান মত জল দিন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে রাখুন কিছুক্ষন।

  6. 6

    মাছ সেদ্ধ হয়ে গেলে ও গ্রেভি ঘন হয়ে এলে বাকি গোটা কাঁচা লঙ্কা গুলি চিড়ে দিয়ে হালকা করে মিশিয়ে নামিয়ে নিন।

  7. 7

    গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কই মৌরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

Similar Recipes