লাউ চিংড়ি (Lau chingri recipe in Bengali)

Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

লাউ চিংড়ি (Lau chingri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪ জন
  1. 500 গ্রাম লাউ
  2. 300 গ্রাম মাঝারি চিংড়ি
  3. 1/2কাপ সর্ষের তেল
  4. 1 চা চামচ আদা বাটা
  5. 1 চা চামচমৌরি বাটা
  6. 1 চা চামচ রাঁধুনি রোস্ট করে গুড়া করা
  7. স্বাদ মত নুন ও চিনি
  8. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  9. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  10. স্বাদ মত কাঁচা লঙ্কা
  11. স্বাদ মত লঙ্কা গুঁড়ো
  12. 1 টাতেজপাতা
  13. 2 টো শুকনো লঙ্কা
  14. 1/2 চা চামচপাচঁফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    চিংড়ি ছাড়িয়ে পরিস্কার করে ধুয়ে নুন হলুদ সামান্য লঙ্কার গুড়া দিয়ে কড়াইয়ে তেল দিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    লাউ খোসা ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াইয়ে চিংড়ি ভাজা অবশিষ্ট তেলে সঙ্গে বাকি সরষের তেল ঢেলে গরম করে তাতে তেজপাতা,শুকনো লঙ্কা,পাচঁফোরণ,কুচানো আদা একে একে ফোরন দিয়ে কুচানো লাউ ঢেলে দিতে হবে।

  4. 4

    নেড়েচেড়ে আন্দাজ মত নুন দিয়ে আচ কমিয়ে ঢাকা দিয়ে লাউ সেদ্ধ করে নিতে হবে।

  5. 5

    তারপর ঢাকা তুলে মৈরী ও আদাবাটা দিয়ে নেড়েচেড়ে,কাচালঙ্কা দিয়ে আরও একটু রান্না করে নিতে হবে।

  6. 6

    লাউ সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে ভাজা চিংড়ি মিশিয়ে নিয়ে সামান্য চিনি ও ভাজা গুড়া কড়া রাধুনি দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে জল শুকিয়ে নিতে হবে।

  7. 7

    জল শুকিয়ে গেলে সামান্য ধনেপাতাকুচি ছড়িয়ে গ‍্যাস বন্ধ করে ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিয়ে,তারপর নামিয়ে পরিবেশন করতে হবে, লাউ চিংড়ি তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

মন্তব্যগুলি

Similar Recipes