মাটন কারি (Mutton Curry recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#nsr
নবমী স্পেশাল

মাটন কারি (Mutton Curry recipe in Bengali)

#nsr
নবমী স্পেশাল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০ মিনিট
৩-৪ জনের জন্য
  1. ১ কেজি মাটন
  2. ২৫০ গ্ৰাম আলু
  3. ৪ টি পেঁয়াজ কুচি
  4. ২-৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  5. ৩-৪ টেবিল চামচ আদা বাটা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা
  6. ১টেবিল চামচ জিরে গুঁড়ো
  7. ১/২ টেবিল চামচ ধনে গুঁড়ো
  8. ১টি টমেটো পেস্ট
  9. ২টেবিল চামচ টক দই
  10. ১/২চা চামচ গোলমরিচ গুঁড়ো
  11. ১/২ চা চামচ গরম মশলার গুঁড়ো
  12. ২টি তেজপাতা
  13. ২টি শুকনো লঙ্কা
  14. প্রয়োজন অনুযায়ীগোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি
  15. ১চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  16. স্বাদ মতনুন
  17. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  18. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো
  19. পরিমাণ অনুযায়ীসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০ মিনিট
  1. 1

    প্রথমে মাটন গুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে, টকদই, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা,রসুন, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দু-তিন টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। আলু ভেজে নিতে হবে।

  2. 2

    এবার কড়াতে পরিমাণ মতো তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোরন দিতে হবে।

  3. 3

    তারপর পিঁয়াজ কুচি দিয়ে ভেজে টমেটো পেস্ট দিতে হবে। কিছুক্ষণ নেড়ে ম্যারিনেট করা মাটন দিতে হবে। ও ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর ঢাকা দিয়ে লো আঁচে কুরি- পঁচিশ মিনিট রান্না করতে হবে। এবার নারাচারা করে পরিমাণ অনুযায়ী গরম জল দিতে হবে।

  5. 5

    এবার ঢাকা দিতে হবে। মাটন ভালো করে সিদ্ধ হয়ে এলে, গরম মশলার গুঁড়ো দিয়ে আরও দু মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
    এবার তৈরি মাটন কারি।

  6. 6

    এবার গরম গরম ভাত, লুচি বা পরোটার সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes