বাসন্তী পোলাও (basanti pulao recipe in bengali)

Maumita Biswas Dey
Maumita Biswas Dey @coMaosKitchen
সোদপুর

বাসন্তী পোলাও (basanti pulao recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ২০০ গ্রাম গোবিন্দ ভোগ চাল
  2. স্বাদ মতনুন
  3. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  4. ৪চা চামচঘি
  5. ১/২কাপচিনি
  6. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  7. পরিমাণ মতকাজু কিসমিস
  8. ২টোতেজপাতা
  9. ১চা চামচগুঁড়ো গরম মশলা
  10. ১চা চামচআদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ১ চামচ ঘি আর হলুদ মাখিয়ে রাখতে হবে ২-৩ ঘণ্টা।

  2. 2

    কড়াই তে ঘি দিয়ে বাদাম কিসমিস ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ওই ঘি তেই গোটা গরম মশলা আর তেজ পাতা দিয়ে তাতে চাল দিয়ে ৩-৪ মিনিট অল্প আঁচে ভাজতে হবে। যাতে চাল গুলো ঝরঝরে হয়ে থাকে।

  4. 4

    এবার আদা বাটা, নুন দিয়ে একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মত জল দিতে হবে। ঢেকে রান্না করতে হবে প্রায় সেদ্ধ হওয়া অব্দি।

  5. 5

    শেষে চিনি, গরম মশলা গুঁড়ো র বাদাম মিশিয়ে ঢেকে ২ মিন রান্না হবে।

  6. 6

    তৈরি বাঙালির প্রিয় বাসন্তী পোলাও

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Maumita Biswas Dey
Maumita Biswas Dey @coMaosKitchen
সোদপুর
সুস্থ থাকুক সব মায়ের সন্তান
আরও পড়ুন

Similar Recipes