কাশ্মীরী আলুর দম (Kashmiri aloo dum recipe in Bengali)

Chandana Pal
Chandana Pal @chandana_pal_100

কাশ্মীরী আলুর দম (Kashmiri aloo dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্ৰাম ছোটো আলু
  2. ১ কাপ টক দই
  3. ২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  4. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১/২ চা চামচ হিং
  6. ১ চা চামচ গোটা জিরে
  7. ২টো শুকনো লঙ্কা
  8. ২ টো বড় এলাচ
  9. ৪ টে লবঙ্গ
  10. ১ টা দারুচিনি
  11. ১ চা চামচ মৌরি গুঁড়ো
  12. ১ চা চামচ আদা গুঁড়ো
  13. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুঁচি
  14. স্বাদ মত নুন, চিনি
  15. পরিমাণ মতরান্নার জন্য সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলুকে খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে চারিদিকে ফুঁটো করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে আলুকে ভালো করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এবার একটা বাটিতে দই নিয়ে তাতে মৌরি গুঁড়ো, আদা গুঁড়ো মিশিয়ে নিতে হবে। আর একটা পাত্রে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে জল দিয়ে গুলে নিতে হবে।

  3. 3

    এবার প‍্যানে তেল গরম করে জিরে, গরম মসলা, লঙ্কা, হিং ফোড়ন দিয়ে লঙ্কা গোলা জল ঢেলে নাড়তে হবে। তেল ছাড়তে লাগলে ফেটানো দই মিশিয়ে সমানে নাড়তে হবে। এবার ভাজা আলু দিয়ে কষতে হবে। তেল ছাড়তে লাগলে সামান্য জল মিশিয়ে চাপা দিয়ে ৫ মিনিট রান্না করতে হবে। এই সময় নুন, চিনি দিতে হবে।

  4. 4

    জল টেনে এলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এবার গরম গরম লুচি, পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandana Pal
Chandana Pal @chandana_pal_100
নিত্য নতুন রান্না করতে ও নতুন নতুন রান্না শিখতে আমার খুব ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes