চিলি চিকেন (Chilli Chicken recipe in Bengali)

Shyamal Mondal
Shyamal Mondal @cook_29286746
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

30 মিনিট
2জন
  1. 500 গ্রামচিকেন ব্রেস্ট
  2. 2 টোপিয়াজ
  3. 4 কোয়ারসুন ফাইন চপ
  4. 1 চা চামচফাইন আদা
  5. 1টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট
  6. 2টেবিল চামচ ভিনিগার
  7. 2টেবিল চামচ সোয়া সস
  8. 2টেবিল চামচ টমেটো কেচোপ
  9. 1টেবিল চামচ চিলি সস
  10. 1টেবিল চামচ মধু
  11. 1 চা চামচচিনি
  12. 2টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
  13. 1টেবিল চামচ ময়দা
  14. স্বাদ মতনুন
  15. 4 টেকাঁচা লঙ্কা চেরা
  16. পরিমাণ মতো রান্নার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    চিকেন ব্রেস্ট নিয়ে চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়ে আদা রসুন কাঁচালঙ্কা পেস্ট ভিনিগার নুন গোলমরিচ1চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে নিতে হবে ।

  2. 2

    প্যানে তেল দিয়ে গরম করতে হবে। ম্যারিনেট করা চিকেনে ময়দা কর্ণ ফ্লাওয়ার মাখিয়ে ভেজে তুলতে হবে।

  3. 3

    প্যান থেকে তেল ঢেলে নিয়ে অল্প তেলে রসুন আদা কুচি দিয়ে ভেজে নিয়ে পিয়াজ ভাজতে হবে পিয়াজ নরম হয়ে গেলে নুন চিনি টমেটো কেচোপ চিল্লি সস সোয়া সস ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চিকেন গুলো দিয়ে মধু কাঁচা লঙ্কা ছড়িয়ে নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে । I

  4. 4

    ফ্রায়েড রাইস নান দিয়ে খুব ভালো লাগে ।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Shyamal Mondal
Shyamal Mondal @cook_29286746

Similar Recipes