আলুকাবলি (alu kabli recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#KRC2
এই সপ্তাহে আমি বেছে নিলাম জনপ্রিয় স্ট্রীট ফুড আলুকাবলি যা সকলেরই ভীষণ পছন্দের।

আলুকাবলি (alu kabli recipe in Bengali)

#KRC2
এই সপ্তাহে আমি বেছে নিলাম জনপ্রিয় স্ট্রীট ফুড আলুকাবলি যা সকলেরই ভীষণ পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ৪ টি মাঝারি সাইজের আলু
  2. ১ টি বড়ো সাইজের পেঁয়াজ
  3. ১ টি মাঝারি সাইজের টম্যাটো
  4. ১ টি শসা
  5. ৪-৫ টি কাঁচা লঙ্কা কুচি
  6. ১ কাপ মটর সিদ্ধ
  7. ১ কাপ ছোলা সিদ্ধ
  8. ১ কাপ ভেজানো ছোলা
  9. ২ টেবিল চামচ ভাজা মশলা
  10. ১ চা চামচ বিট লবণ
  11. স্বাদ অনুযায়ীলবণ
  12. ২ টেবিল চামচ তেঁতুল পাল্প
  13. ২ টেবিল চামচ পাতিলেবুর রস
  14. ১ চা চামচ চাট মশলা
  15. পরিমাণ মতঝুরিভাজা
  16. পরিমাণ মতো বাদাম ভাজা
  17. পরিমাণ মতোঅল্প ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    আলু সিদ্ধ করে ছোটো টুকরো করে কেটে নিন।ভাজা মশলা বানানোর জন্য জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন।

  2. 2

    ছোলা,মটর সিদ্ধ করে নিন।পেঁয়াজ, টোম্যাটো, শসা ছোটো টুকরো করে কেটে নিন।

  3. 3

    আলুর মধ্যে ছোলা, মটর সিদ্ধ, ভেজানো ছোলা,শসা,পেঁয়াজ, টম্যাটো, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলা,লবণ,বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  4. 4

    যে যার নিজের স্বাদ অনুযায়ী মশলা কম বেশি করতে পারেন।তেঁতুলের পাল্প আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে ওপর থেকে একটু চাট মশলা,ধনেপাতা কুচি,ঝুরি ভাজা আর বাদাম ভাজা ছড়িয়ে পরিবেশন করুন লোভনীয় আলুকাবলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes