ক্রীমি চিকেন স্যান্ডুইচ (Creamy chicken sandwich recipe in Bengali)

Chhanda Nandi
Chhanda Nandi @Ribhu
খড়গপুর

ক্রীমি চিকেন স্যান্ডুইচ (Creamy chicken sandwich recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
2জন
  1. 4 পিসস্লাইস পাউরুটি
  2. 100 গ্রামচিকেন কিমা/বা ছোটো টুকরো
  3. 1 টাপেঁয়াজ
  4. 1 চা চামচআদা রসুন বাটা
  5. 1 চা চামচতন্দুর মশলা।
  6. স্বাদমতোনুন
  7. 1 চা চামচসাদা তেল
  8. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  9. 1 কাপজল ঝরিয়ে রাখা টক দই
  10. 1/2 কাপকুচানো ধনে পাতা।

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমে চিকেনের টুকরো গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আদা রসুন বেটে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। লাল হয়ে এলে আদা রসুন বাটা, নুন দিয়ে নাড়তে হবে। গোলমরিচ গুঁড়ো আর তন্দুর মসলা দিয়ে কষাতে হবে। ঢাকা দিয়ে দিতে হবে যাতে চিকেন টা নরম হয়ে যায়, মশলাগুলো মিশে সুন্দর একটা গন্ধ বেরোবে।

  3. 3

    চিকেন নরম হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  4. 4

    একটা পাত্রে জল ঝরানো দই, চিকেন, চিজ সস,ধনে পাতা সব এক সাথে মিক্স করে স্যান্ডউইচ এর ফিলিং টা বানিয়ে নিতে হবে।

  5. 5

    ব্রেড এর ওপরে ফিলিং টা ভালো করে লাগিয়ে আর একটা ব্রেড দিয়ে চেপে দিতে হবে।

  6. 6

    গ্রীল প্যান গরম করে স্যান্ডউইচ গুলো গরম করে নিতে হবে। ক্রিসপি হবে । গ্রীল মার্ক আসবে দেখতে ভালো লাগবে। নামিয়ে নাইফ এর সাহায্যে কেটে টমেটো সস দিয়ে পরিবেশন করুন ক্রীমি চিকেন স্যানডউইচ।

  7. 7
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chhanda Nandi
খড়গপুর
ভালো বাসা শুধু রান্নাতেই❤️❤️
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes