চটপটি তুলসী পনির টিক্কা (chotpoti tulsi paneer tikka recipe in Bengali)

Riya Samadder
Riya Samadder @cook_20259284

#স্ন্যাক্স

চটপটি তুলসী পনির টিক্কা (chotpoti tulsi paneer tikka recipe in Bengali)

#স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 100 গ্রামছোটো পনির কিউব
  2. 5 চা চামচতুলসী পাতার রস
  3. 1 চা চামচধনে পাতা বাটা
  4. 1 চা চামচকাঁচা লঙ্কা বাটা
  5. 1/2 চা চামচআদা বাটা
  6. 1/2 চা চামচরসুন বাটা
  7. 3 চা চামচটক দই(জল ঝরিয়ে রাখা)
  8. 1/2 চা চামচভাজা জিরে গুঁড়ো
  9. 1/4 চা চামচচাট মসলা
  10. 1 চা চামচচিনি
  11. স্বাদমতোনুন
  12. 2 চা চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি বাটিতে টক দই ফেটিয়ে নিন ভালো করে তার মধ্যে এক এক করে জিরে গুঁড়ো,কাঁচালঙ্কা বাটা,চিনি, তুলসী পাতা রস,রসুন বাটা, আদা বাটা, ধনেপাতা বাটা একসাথে ভালো করে মিশিয়ে নিন ।

  2. 2

    এবার ঠিক তার জন্য কেটে রাখা ছোট ছোট পানির কিউব গুলো সঙ্গে মাখিয়ে 45 মিনিট বা 1 ঘন্টা জন্য ঢেকে রেখে দেন।

  3. 3

    সময় পেরোলে চাটুতে সাদা তেল 1 চামচ ব্রাশ করে পনির গুলো দিয়ে সেকে নিন। সবুজ এবং হালকা লাল রং ধরলে নামিয়ে নিন। আপনার তুলসী পানীর টিককা রং স্বাদ ও গন্দে তুলসীর ছোঁয়া দিয়ে তৈরি হয়ে গেছে।

  4. 4

    পরিবেশন করার জন্য আমি এখানে সামান্য সস প্লেটে লাগিয়ে তার উপর পিয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে তার উপরে এই টিক্কা গুলো সাজিয়ে দিলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Riya Samadder
Riya Samadder @cook_20259284
রান্না করতে ভালো বাসি
আরও পড়ুন

Similar Recipes