মেথি পরাঠা (Methi paratha recipe in Bengali)

Ruby Bose
Ruby Bose @rubyz2

মেথি পরাঠা (Methi paratha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৩ জন
  1. ১ আঁটি ডাঁটা বাদ দিয়ে মেথি শাকের পাতা ধুয়ে জল ঝড়িয়ে রেখেছি।
  2. ১/৪ কাপ ধনেপাতা কুঁচি ধুয়ে জল ঝড়িয়ে রেখেছি
  3. ১ টি পেঁয়াজ কুচি
  4. ১ টি কাঁচা লঙ্কা কুচি
  5. ১ চা চামচ রসুন থেঁতো করা
  6. ১ চা চামচ আদা থেঁতো করা
  7. ১/২ চা চামচ আধভাঙ্গা শুকনো লঙ্কা (চিলি ফ্লেক্স ও দেওয়া যায়)
  8. ১চা চামচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচ গোটা জিরা
  10. ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
  11. স্বাদ মতনুন
  12. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ চা চামচ জোয়ান গুঁড়ো
  14. ৪ চা চামচ বেসন
  15. ২ কাপ ময়দা
  16. ২ চা চামচ ঘি
  17. প্রয়োজন মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    সাদা তেল বাদ দিয়ে সব উপকরণ একসাথে করে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    অল্প অল্প জল দিয়ে মেখে ডো তৈরী করে নিতে হবে। হাতে অল্প তেল দিয়ে ডো টা মোথে নিতে হবে ।১০ মিনিট ঢাকা দিয়ে রেখেছি।

  3. 3

    এরপর পরোটা বানানোর জন্য লেচি কেটে নিয়েছি।

  4. 4

    একটি লেচি নিয়ে ময়দা কোট করে রুটি বেলে নিয়েছি। বেলা রুটির মধ্যে তেল ব্রাশ করে হাফ ফোল্ড করে নিয়েছি । আবার তেল ব্রাশ করে আবার ফোল্ড করে পরোটা আকারে বেলে নিয়েছি। এইভাবে সব কয়টি বেলে নিয়েছি।

  5. 5

    এবার চাটু গরম করে পরোটা গুলো তেল দিয়ে ভেজে নিয়েছি।

  6. 6

    মেথি পরোটা গুলো আচার দিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

Similar Recipes