খেজুর গুড়ের পায়েস (  Khejur Gurer Payesh recipe in Bengali)

Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

#Wd1
#Week1
শীত কাল আসলেই ঘরে পিঠে পায়েস বানানো হয়। শীতেই এগুলো খেতে ভালো লাগে। তাই আজ আমি শীতের নতুন খেজুরের গুর দিয়ে পায়েস বানালাম ।

খেজুর গুড়ের পায়েস (  Khejur Gurer Payesh recipe in Bengali)

#Wd1
#Week1
শীত কাল আসলেই ঘরে পিঠে পায়েস বানানো হয়। শীতেই এগুলো খেতে ভালো লাগে। তাই আজ আমি শীতের নতুন খেজুরের গুর দিয়ে পায়েস বানালাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
  1. ২ লিটার দুধ
  2. ২০০ গ্রাম খেজুরের গুড়
  3. ১৫০ গ্রাম গোবিন্দ ভোগ চাল
  4. ১ চিমটি নুন
  5. ৫০ গ্রাম কিসমিস
  6. ৫০ গ্রাম কাজু টুকরো করা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে চাল ভালো করে ধুয়ে ৩০ মিনিট মত ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার একটা কড়াই তে দুধ দিয়ে গরম বসাতে হবে, যেই দুধ ফুটতে শুরু করবে তখন তাতে চাল টা দিয়ে নাড়তে থাকতে হবে। খানিকক্ষণ চাল ফোটার পর তাতে এক চিমটি নুন আর কাজুর টুকরো গুলো দিয়ে খানিক্ষণ ফোটাতে হবে।

  3. 3

    এবার ধিমি আঁচে আরো মিনিট ৫-৭ ফোটাতে হবে, তবে সমানে নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে । যখন চাল টা পুরো সেদ্ধ হয়ে যাবে আর বেশ ঘন হয়ে যাবে তখন গ্যাস টা বন্দ করে গুর টা ছোট ছোট টুকরো করে দিয়ে ভালো করে নাড়িয়ে গুর টা গলিয়ে নিতে হবে। গ্যাস টা বন্দ না করে গুর দিলে পায়েসের দুধ টা অনেক সময় কেটে যায়।

  4. 4

    এবার কিসমিস দিয়ে ভালোকরে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    রেডী হয়ে গেল খেজুরের গুড়ের পায়েস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

Similar Recipes