হায়দ্রাবাদী চিকেন কাচ্চি বিরিয়ানি (Hyederabadi kacchi biryani recipe in Bengali)

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

হায়দ্রাবাদী চিকেন কাচ্চি বিরিয়ানি (Hyederabadi kacchi biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা ৩০মিনিট
৫-৬ জন
  1. চিকেন ম্যারিনেট করতে লাগবে:-
  2. ৮০০ গ্রাম চিকেন টুকরো করা
  3. ১/২ কাপ টক দই
  4. ১ টেবিল চামচ পাতিলেবুর রস
  5. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  6. ১/২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  7. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  9. ২ টেবিল চামচ অলিভ অয়েল
  10. স্বাদ মত নুন
  11. বিরিয়ানির জন্য লাগবে:-
  12. ১ কাপ বাসমতী চাল
  13. স্বাদ মত নুন
  14. ১ চা চামচ রিফাইন্ড অয়েল
  15. ২ টেবিল চামচ জাফরান ভেজা দুধ
  16. ২ টেবিল চামচ সাদা ঘি
  17. ১ চা চামচ বিরিয়ানি মশলা
  18. ১ টা বড় এলাচ
  19. ২ টি লবঙ্গ
  20. ১ টি তেজপাতা
  21. ২ টি ছোট এলাচ
  22. ১/২ ইঞ্চ দারুচিনি
  23. ১ টি স্টার অ্যানিস
  24. ৩-৪ টি গোলমরিচ
  25. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  26. ১ টেবিল চামচ বেরেস্তা
  27. ১ চা চামচ পাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা ৩০মিনিট
  1. 1

    একটি পাত্রে জল দিয়ে তাতে তেজপাতা, গোটা গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস, দারুচিনি আর ১ চা চামচ তেল দিয়ে ফোটাতে হবে। জল ফুটলে চাল দিতে হবে। ভাত আধা সেদ্ধ হলে নামিয়ে ভাত টা আলাদা করে একটা থালায় বিছিয়ে দিতে হবে।

  2. 2

    একটি পাত্রে চিকেনের সঙ্গে সমস্ত মশলা মাখিয়ে ম্যারিনেট করতে হবে। আমি সারারাত রেখে দিয়ে ছিলাম।

  3. 3

    এবার একটি কড়াইতে ম্যারিনেট করা চিকেন দিতে হবে। এর উপর ভাত দিতে হবে। এই ভাবে দুবার দিয়ে উপর থেকে জাফরান ভেজা দুধ, পাতিলেবুর রস, ঘী, বেরেস্তা, ধনেপাতা কুচি ছড়িয়ে এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢিমে আঁচে আধাঘন্টা থেকে ৪৫ মিনিট মত হবে।

  4. 4

    উপরে বেদানা ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes