হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানী (hyederabadi chicken biryani recipe in Bengali)

Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

#প্রিয় লাঞ্চ রেসিপি
হায়দ্রাবাদী বিরিয়ানী খুবই বিখ্যাত এবং আমার পরিবারের সবার খুব প্রিয় , আওয়াধী বিরিয়ানী থেকে এই বিরিয়ানী স্বাদে ও রান্নার উপকরণে একটু আলাদা । হায়দ্রাবাদী বিরিয়ানীতে আতর গোলাপের পাপড়ি কেওড়ার জল দেওয়া হয় না। এখানে পুদিনা পাতা ব্যবহার করা হয় ।

হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানী (hyederabadi chicken biryani recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি
হায়দ্রাবাদী বিরিয়ানী খুবই বিখ্যাত এবং আমার পরিবারের সবার খুব প্রিয় , আওয়াধী বিরিয়ানী থেকে এই বিরিয়ানী স্বাদে ও রান্নার উপকরণে একটু আলাদা । হায়দ্রাবাদী বিরিয়ানীতে আতর গোলাপের পাপড়ি কেওড়ার জল দেওয়া হয় না। এখানে পুদিনা পাতা ব্যবহার করা হয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩ জনের জন্য
  1. ৪৫০ গ্রাম চিকেন
  2. ৩৫০ গ্রাম বাসমতী চাল
  3. চিকেন ম্যারিনেট করার জন্য
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ২ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  6. স্বাদ মতো নুন
  7. ১/২ কাপ পেঁয়াজ বেরেস্তা
  8. ৪ টি ছোট এলাচ
  9. ২ টুকরো দারচিনি
  10. ১ চা চামচ শাহী জিরা
  11. ৩ টেবিল চামচ বেরেস্তা ভাজার তেল
  12. ১/২ কাপ ফেটানো দই
  13. ৪ টে কাঁচা লঙ্কা টুকরো করা
  14. ১ মুঠো পুদিনা পাতা
  15. পরিমানমতোচাল ফোটানোর জন্য জল
  16. ৪ টে কাঁচা লঙ্কা টুকরো করা
  17. ৫ টা ছোট এলাচ
  18. স্বাদ অনুযায়ী নুন
  19. ১ টেবিল চামচ সাদা তেল
  20. ১/২ কাপ উষ্ণ দুধ
  21. ১ চিমটি কেশর

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    চিকেন পিসগুলো ম্যারিনেশন এর সব উপকরণ দিয়ে মেখে ৩ ঘন্টার জন্য সরিয়ে রাখো । চাল ধুয়ে নিতে হবে যতক্ষণ না জল পরিস্কার হয়, তারপর জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে

  2. 2

    দুধে কেশর ভিজিয়ে রাখতে হবে । একটা হাড়িতে ২ টেবিল চামচ সাদা তেল ও ১ টেবিল চামচ ঘি দিয়ে ম্যারিনেট করা চিকেন পিসগুলো ছড়িয়ে দিতে হবে, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে ৮০ % পর্যন্ত । এবার গ্যাস বন্ধ করতে হবে।

  3. 3

    চালের জল গরম করতে দিতে হবে কাঁচা লঙ্কা ছোট এলাচ নুন ও সাদা তেল দিয়ে । জল ফুটলে কাঁচা লঙ্কা ও এলাচ তুলে নিতে হবে, ভেজানো চাল ছাড়তে হবে, চাল ফুটতে শুরু করলে চাল আঙুল দিয়ে চাপলে চাল ভেঙে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে তারপর বড় ছাঁকনিতে ছেঁকে নিতে হবে ।

  4. 4

    গরম চাল মাংসের উপর ছড়িয়ে দিতে হবে । উপর থেকে ১ কাপ পেঁয়াজ বেরেস্তা পুদিনা পাতা ও দুধে ভেজানো কেশর ছড়িয়ে দিতে হবে । হাড়ির মুখে এ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ঢাকা চাপা দিতে হবে । একটা তাওয়া গ্যাসে বসিয়ে তার উপর হাড়িটা বসাতে হবে, স্লো ফ্লেমে দমে রান্না করতে হবে ১০ থেকে ১৫ মিনিট।

  5. 5

    রায়তার সঙ্গে পরিবেশন করতে হবে হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানী ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

Similar Recipes