দুধ পুলি (Doodh puli recipe in bengali)

Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

দুধ পুলি (Doodh puli recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামচালের গুঁড়ো
  2. 2 লিটারদুধ(ফুল ক্রিম)
  3. 1 টিনারকেল
  4. 300 গ্রামনলেন গুড়
  5. 50 গ্রামচিনি
  6. 500 মি লি জল
  7. 1/2 চা চামচলবণ
  8. 1 চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে নারকেল কুড়ে নিতে হবে। এবার নারকেল কোরার মধ্যে চিনি ও পাটালি মিশিয়ে আঁচে বসাতে হবে। পাক করতে হবে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত। তৈরি হলো পুলির পুর।

  2. 2

    একটি পাত্রে দু লিটার দুধ ফুটিয়ে ঘন করে 1 লিটার করে নিতে হবে।

  3. 3

    একটি কড়াই তে 500 ml জল নিয়ে ফুটতে দিতে হবে, 1/2 চামচ লবণ দিয়ে দিতে হবে।জল ফুটে গেলে এর মধ্যে চালের গুঁড়ো টা দিয়ে দিতে হবে।5 মিনিট নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট।

  4. 4

    চালের মন্ডটি একটু ঠাণ্ডা হলে, হাতে একটু ঘি লাগিয়ে ভালো করে মাখতে হবে।খুব ভালো করে থেসে নিয়ে চালের মন্ডটি নরম আর মসৃন করে নিতে হবে। এবার মন্ড থেকে ছোটো ছোটো লেচি কেটে আঙুলের সাহায্যে বাটির মতো করে নিতে হবে। পরিমাণ মতো নারকেলের পুর ভরে নিতে হবে এবং খুব ভালো করে সিল করে পিঠের শেপে গড়ে নিতে হবে।

  5. 5

    এবার ঘন করে রাখা দুধ টা জ্বালে বসাতে হবে।দুধ ফুটতে শুরু করলে তৈরি করে রাখা পিঠে গুলি দুধের মধ্যে দিয়ে দিতে হবে।দুধের মধ্যে পিঠেগুলি সেদ্ধ করতে হবে 10_15 মিনিট।পিঠে গুলো দুধের ওপরে ভেসে উঠলে বুঝতে হবে এগুলি সেদ্ধ হয়ে গেছে। পিঠে সেদ্ধ হওয়ার সাথে সাথে দুধ টাও অনেক ঘন হয়ে যাবে।গ্যাস অফ করে দিতে হবে।এবার নলেন গুড় টা মিশিয়ে নিতে হবে ভালো করে।ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন দারুন স্বাদের দুধ পুলি পিঠা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

মন্তব্যগুলি

Similar Recipes