দুধ পুলি(Doodh puli recipe in bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

দুধ পুলি(Doodh puli recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ১ কাপ গোবিন্দ ভোগ চালের গুঁড়া
  2. ১লিটার দুধ
  3. পরিমাণ মত পাটালি গুড়
  4. ১ চিমটি নুন
  5. ১- ১.৫কাপ নারকেল কোরা
  6. ১/২চা চামচ এলাচ গুঁড়ো
  7. ২ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে নারকেল ও পরিমাণ মতো গুড় পাক দিয়ে পুর তৈরি করে নিতে হবে। এলাচ গুঁড়ো মেশাতে হবে।

  2. 2

    কড়াইতে ১ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে।নুন দিতে হবে,ঘি দিতে হবে।জল ফুটে উঠলে চাল গুঁড়ি দিয়ে নেড়ে ১০ মিনিটে র জন্য আঁচ কমিয়ে চাপা দিয়ে রাখতে হবে।

  3. 3

    দশ মিনিট পর নামিয়ে গরম অবস্থায় ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিতে হবে।

  4. 4

    এবার ঐ ডো থেকে একটু করে লেচি কেটে পুর ভরে পুলি তৈরি করে নিতে হবে।

  5. 5

    একটা কড়াইতে দুধ ফুটতে দিতে হবে।ফুটে উঠলে ঐ পুলি দিয়ে সেদ্ধ হতে দিতে হবে।

  6. 6

    পুলি সেদ্ধ হলে তবে পরিমাণ মতো গুড় দিতে হবে।

  7. 7

    ফুটে ঘন হয়ে নামানোর আগে ঐ নারকেলের পুর অল্প করে দুধে মিশিয়ে নিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়।তবে এটা পুরোপুরি ঐচ্ছিক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

মন্তব্যগুলি

Similar Recipes