চিলি চিকেন (Chilli Chicken recipe in Bengali)

Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

চিলি চিকেন (Chilli Chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জনের জন্য
  1. ৩০০ গ্রাম বোনলেস চিকেন
  2. ৩ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  3. ১ টা ডিম
  4. ২ টো মাঝারি সাইজের পেঁয়াজ
  5. ১ টা ক্যাপ্সিকাম
  6. ১/২ কাপ পেঁয়াজ পাতা
  7. ৮ কোয়া রসুন
  8. স্বাদ মতনুন
  9. স্বাদ মতচিনি
  10. প্রয়োজন অনুযায়ীরিফাইন্ড তেল
  11. ২ টেবিল চামচ সোয়া সস
  12. ১ টেবিল চামচ চিলি সস
  13. ২ টেবিল চামচ টমেটো সস
  14. ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  15. ১ টেবিল চামচভিনিগার

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ডিম ফেটিয়ে তাতে নুন, কর্ণফ্লাওয়ার ও সোয়া সস মিশিয়ে একটি মিশ্রণ বানাতে হবে।

  2. 2

    চিকেন টুকরো গুলো ধুয়ে ভিনিগার মেশানো জলে ভিজিয়ে রাখতে হবে ১০ মিনিট।

  3. 3

    কর্ণফ্লাওয়ার-ডিমের মিশ্রণে চিকেন ডুবিয়ে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    এবার রসুন কুচি দিয়ে ভাজা ভাজা হলে ডুমো করে কাটা পেঁয়াজ ও ক্যাপ্সিকাম দিয়ে হালকা ভেজে নিয়ে ভাজা চিকেন টুকরো দিয়ে নুন, চিনি ও সব সস দিয়ে মিশিয়ে জলে গুলে কর্ণফ্লাওয়ার দিয়ে ভালো ভাবে মিশিয়ে নামাবার আগে গোলমরিচ গুঁড়ো ও পেঁয়াজ পাতা দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

Similar Recipes