সম্বার মশলা (sambar masala recipe in Bengali)

Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

সম্বার মশলা (sambar masala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০ গ্রাম ধনে
  2. ১০ গ্রাম জিরা
  3. ১০ গ্রামসর্ষে
  4. ১০গ্রামমেথি
  5. ১০ গ্রাম গোলমরিচ
  6. ১০গ্রামচাল (আতপ চাল) হলে ভালো
  7. ১০ গ্রামছোলার ডাল
  8. ১০ গ্রাম কলাই বা বিউলির ডাল
  9. ৫ গ্রাম হলুদ গুঁড়ো
  10. নুন
  11. ১/৪ চা চামচহিং
  12. ১ মুঠোকারি পাতা
  13. ১৫-২০ টা শুঁকনো লঙ্কা কাশ্মীরী হলে রং টা ভালো হয়।

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মশলা গুলো একটু আলাদা আলাদা করে নিতে হবে।

  2. 2

    গোলমরিচ,নুন,হিং,হলুদ এক সাথে রাখুন এগুলো ভাজা হবে না

  3. 3

    এবার গ্যাস সিম করে ননস্টিক বাসন বসান।

  4. 4

    প্রথমে ধনে, জিরা,মেথি, সর্ষে সেঁকে নিতে হবে।একদম আঁচ কমিয়ে,যেনো একটুও না পুড়ে যায়।হালকা ভাজা গন্ধ বেরোলে নামিয়ে নিন।

  5. 5

    এবার চাল আর দুই রকম ডাল ওই একই ভাবে সেঁকে নিতে হবে। এর মধ্যে লঙ্কা টাও দিয়ে দিন কিন্তু লঙ্কার রং যেনো পাল্টে না যায়।

  6. 6

    কারি পাতাও সেঁকে নিন,যেনো হাত দিয়ে গুঁড়ো করা যায়, ততটা করতে হবে।

  7. 7

    এবার সমস্ত মশলা খোলা রেখে ঠাণ্ডা করে নিতে হবে।

  8. 8

    এবার আলাদা করে রাখা মশলা এর সাথে মিশিয়ে একসাথে মিহি করে গুঁড়ো করে নিলেই সম্বর মশলা তৈরি। শুঁকনো বাসনে মুখ ভালো করে বন্ধ করে রাখলে অনেক দিন অবধি ভালো থাকবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

Similar Recipes