মশলা দোসা (masala dosa recipe in Bengali)

Madhumita Biswas Chakraborty
Madhumita Biswas Chakraborty @cook_17539313
বীরনগর

মশলা দোসা (masala dosa recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
8 জনের জন্য
  1. 4 কাপআতপ চাল
  2. 1 কাপবিউলির ডাল
  3. 8টা আলু
  4. 4টে পেঁয়াজ
  5. 2টো টমেটো
  6. 5টা কাঁচালঙ্কা
  7. 15টা কারি পাতা
  8. 1/2 চা চামচকালো সর্ষে
  9. 1/2 চা চামচগোটা জিরে
  10. 2টোশুকনো লঙ্কা
  11. 3টেবিল চামচ রিফাইন্ড তেল
  12. 3টেবিল চামচ সর্ষের তেল
  13. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  14. স্বাদমতো লবণ
  15. 1 চা চামচমেথি

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    চাল ও ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি।মেথি ও চাল ডালের সাথে ভিজিয়ে রেখেছি 12 ঘন্টা।12 ঘন্টা পরে অল্প জল দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি।ভালো করে ঢেকে রেখেছি 12 ঘন্টা।আলু সেদ্ধ করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি,পেঁয়াজ ও টমেটো কেটে। নিয়েছি।কড়াইয়ে সর্ষের তেল গরম করে জিরে,সর্ষে সুকনোলঙ্কা ফোরণ দিয়েছি।একটু নেড়ে কারিপাতা দিয়েছি।পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা হলে টমেটো কুচি দিয়ে লবণ ও হলুদ দিয়ে ভেজেছি।

  2. 2

    টমেটো সেদ্ধ হলে কাঁচালঙ্কা ও আলুর টুকরো দিয়ে নেড়ে দিয়েছি।আর ও একটু লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজেছি।চাল ও ডালের গোলা তে লবণ দিয়েছি।আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি।তাওয়া গরম করে তেল ব্রাশ করে জলের ছিটে দিয়েছি।চাল ডালের গোলা থেকে এক হাতা দিয়ে হাতা র পিছন দিয়ে গোল করে ছড়িয়ে দিয়েছি।এক চামচ রিফাইন্ড অয়েল নিয়ে দোসার ওপর ছড়িয়ে দিয়েছি।আলুর তরকারি ওপরে দিয়ে জড়িয়ে দিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Biswas Chakraborty
বীরনগর
আমি রান্না করতে খুবই ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes