উদুপি সাম্বার(Udupi sambar recipe in Bengali)

Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

একটি বিশেষ ধরনের সাম্বার যা পেঁয়াজ ও রসুন কুচি ছাড়া বানানো হয় ।

উদুপি সাম্বার(Udupi sambar recipe in Bengali)

একটি বিশেষ ধরনের সাম্বার যা পেঁয়াজ ও রসুন কুচি ছাড়া বানানো হয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ২কাপ সজনে ডাঁটা
  2. ১কাপ কুমড়ো কুচি
  3. ১/২কাপ গাজর কুচি
  4. ১কাপ বেগুন
  5. ৪চা চামচ কারি পাতা
  6. ২চা চামচ আদা বাটা
  7. ২চা চামচ লঙ্কা বাটা
  8. ৪চা চামচ তেঁতুল ক্বাথ
  9. ১চা চামচ নুন
  10. ১/২চা চামচসর্ষে ফোড়ন
  11. ১/৪চা চামচ মেথি ফোড়ন
  12. ১/২চা চামচ ছোলার ডাল
  13. ১চা চামচকলাইয়ের ডাল
  14. ১/৪চা চামচ কালো সর্ষে
  15. ২টো শুকনো লঙ্কা
  16. ১/৩চা চামচ হিং
  17. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  18. ২চা চামচ ধনে গুঁড়ো
  19. ১চা চামচ জিরা
  20. ১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  21. ১/২কাপ টমেটো কুচি
  22. ১/২কাপ অরহড় ডাল
  23. ২কাপ জল
  24. ১/৪কাপ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    আগে তেলে সব গোটা মশলা ভেজে নিয়ে গুঁড়া করে নিতে হবে ।

  2. 2

    তেল প্যানে দিয়ে সব সবজি কেটে ধুয়ে ফেলে ভাজতে দিতে হবে ।কারিপাতা ও সঙগে ভাজতে হবে ।

  3. 3

    ডাল আলাদা সিদ্ধ করে রাখতে হবে ও তেলে সবজি ভাজা র সময় হিং ও নুন দিয়ে নারতে শুরু করতে হবে ।

  4. 4

    হলুদ ও ধনে গুঁড়া মেশাতে হবে এক সাথে ওই ডালে।সবজির সাথে মেশানো র পর।

  5. 5

    গুঁড়া করা সাম্বার মশলা দিয়ে নারতে ও সামান্য জল মেশাতে হবে ।আদা বাটা ও লঙকা বাটা দিয়ে নারতে হবে ।

  6. 6

    ফুটতে শুরু করলে তেঁতুল গোলা ও কাশ্মীরী লঙকা গুঁড়া ছড়িয়ে দিতে হবে ও সঙ্গে জল ঢেলে নেরে ফুটতে দিতে হবে ।

  7. 7

    ফুটতে শুরু করলে খানিক পরে সাম্বার রেডি ও পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

Similar Recipes