ভেজ চপ (veg chop recipe in Bengali)                                 

Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

ভেজ চপ (veg chop recipe in Bengali)                                 

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪ জনের জন্য
  1. ১ টি আলু
  2. ১ টি গাজর
  3. ১/৪ ফুল কপি
  4. ১ টি বীট
  5. ২৫ গ্রাম বাদাম
  6. ১আঁটি ধনেপাতা
  7. ১ কাপ সাদা তেল
  8. ২ চা চামচ সর্ষের তেল
  9. স্বাদ মত নুন
  10. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচ হিং
  12. ১ চা চামচ আদা বাটা
  13. ১ চা চামচ মযদা
  14. ২ চা চামচঅ্যারারুট
  15. ৪-৫ টি কাঁচা লঙ্কা
  16. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  17. ১ চা চামচ জিরা গুঁড়ো
  18. ৬ টেবিল চামচপাউরুটি গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে আলু, কপি,বিট ও গাজর গুলোকে ভাল করে ধুয়ে নিয়ে ছোট-ছোট করে কেটে নেবো।

  2. 2

    তার পর সবজি গুলো সেদ্ধ করে নেবো।

  3. 3

    সবজি গুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে, সাব্দ মতো নুন দিয়ে মেখে নেবো।

  4. 4

    করাইতে ২ চামচ সরসার তেল দিয়ে বাদাম গুলো ভেজে নামিয়ে রেখে দেবো। হিঙ্গ ও আদা বাটা ফোরোন দিয়ে মেখে রাখা সবজি গুলো দিয়ে দেবো, ১ চামচ গরম মসলা, ১ চামচ জির গুরো, কুচোনো ধনেপাতা, কাচা লন্কা দিয়ে ভালো করে ভেজে নেবো।

  5. 5

    গরম মসলা দিয়ে ৫-৬ মিনিট ভেজে নিষয়ে, বাদাম ও ধনেপাতা গুলো দিয়ে মিলিয়ে দিবো।

  6. 6

    চপ এর পুর ঠান্ডা হয়ে গেলে, হাত দিয়ে চপ এর আকৃতি দিয়ে রেখে দেবো।

  7. 7

    একটি বাটিতে ময়দা, ও এরারুট জল দিয়ে গুলে সাব্দ মতো নুন দিয়ে গুলবো, বেটার টা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গারো হবে না।

  8. 8

    এবার করাইতে তেল গরম করে চপ গুলো কে বেটারে ডুবিয়ে পাউরুটির গুরো লাগিয়ে তেলে ভালো করে ভেজে নেবো।

  9. 9

    আমার ভেজ চপ পরিবেশনের জন্য রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

মন্তব্যগুলি

Similar Recipes