লাল মানস্ (laal maans recipe in Bengali)

Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

এটা কে লাল মাংস বলা যায়।
মাটন বা চিকেন যা ইচ্ছে দিয়ে বানানো যায়।আমার মা চিকেন ভালোবাসেন তাই চিকেন দিয়ে বানালাম।

লাল মানস্ (laal maans recipe in Bengali)

এটা কে লাল মাংস বলা যায়।
মাটন বা চিকেন যা ইচ্ছে দিয়ে বানানো যায়।আমার মা চিকেন ভালোবাসেন তাই চিকেন দিয়ে বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘণ্টা
৪ জন
  1. ১ কেজিচিকেন
  2. ২৫০ গ্রাম দই
  3. ১৫ টাশুঁকনো লঙ্কা গোটা লাল রঙের , বেশি দেওয়া যায়।
  4. ৩০০ গ্রাম পেঁয়াজ
  5. ১ টেবিল চামচআদা রসুন পেস্ট
  6. ১ +১ টেবিল চামচ ধনে,জিরা গুঁড়ো
  7. ৫-৬টালবঙ্গ
  8. ৫-৬টাছোটো এলাচ
  9. ১ টা বড়দারচিনি
  10. ১টাবড় এলাচ
  11. ২টোতেজপাতা
  12. পরিমাণ মতসর্ষের তেল
  13. ২টেবিল চামচ কাঁচা পেঁপের পেস্ট
  14. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  15. স্বাদ মতনুন,চিনি

রান্নার নির্দেশ সমূহ

২ ঘণ্টা
  1. 1

    প্রথমে লাল লঙ্কা গুলো কিছুক্ষন জলে ভিজিয়ে রাখতে হবে। এবার বীজ ফেলে দিয়ে বেটে নিতে হবে।

  2. 2

    চিকেন টা পরিষ্কার করে দই, লঙ্কা পেস্ট, পেপে বাটা দিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করতে হবে।

  3. 3

    প্রথমে তেল গরম করে গোটা গরম মশলা ফোরন দিতে হবে।

  4. 4

    পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিতে হবে।

  5. 5

    এবার একে একে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষাতে হবে।

  6. 6

    তেল ছাড়া অবধি রান্না করতে
    হবে । এবার ম্যারিনেট করা চিকেন টা দিয়ে সেদ্ধ হওয়া অবধি সিম করে, ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  7. 7

    ওপর থেকে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

মন্তব্যগুলি

Similar Recipes