রাজস্থানের সনাতনী লাল মাস(laal maas recipe in Bengali)

Dipanwita Ghosh Roy
Dipanwita Ghosh Roy @cook_diprajanya
Kolkata

#GA4
#week3
আগের দিনে লাল মাস ভেড়া বা হরিণের মাংস দিয়ে তৈরি করা হতো।
আমি আজ মটন দিয়ে বানিয়েছি।

রাজস্থানের সনাতনী লাল মাস(laal maas recipe in Bengali)

#GA4
#week3
আগের দিনে লাল মাস ভেড়া বা হরিণের মাংস দিয়ে তৈরি করা হতো।
আমি আজ মটন দিয়ে বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০ মিনি
৪ জন
  1. ১ কেজিমাটন (হাড়ের সমেত) পেঁয়াজ -৪ টুকরো টুকরো করে কাটা
  2. 10 টাশুকনো লাল চিলি (যদি কম ঝাল চান তবে কম করে দেওয়া যাবে)
  3. ৩চা চামচগোটা ধনে
  4. ২ চা চামচজিরা
  5. ১৫- ২০কোয়ারসুন
  6. ২ "আদা
  7. ১/২ কাপদই (টক হওয়া উচিত)
  8. ১কাপসরিষার তেল
  9. স্বাদ মতোলবণ
  10. ৫টিএলাচ
  11. ১চা চামচ কালো মরিচ
  12. ২টিকালো এলাচ
  13. ৪"দারুচিনি
  14. পরিমান মতোতাজা ধনে পাতা - সাজানোর জন্য কাটা(না দিলেও চলে)
  15. ২-৩ টাশুকনো লাল লঙ্কা গার্নিশের জন্য সম্পূর্ণ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০ মিনি
  1. 1

    10 টি পুরো লাল মরিচ, গোটা ধনে এবং জিরে, র সমস্ত গোটা গরম মসলা শুকনো খোলায় ভেজে নিয়ে এগুলি একসাথে পিষে একটি মিহি গুঁড়ো তৈরি করুন।

  2. 2

    এবার আদা রসুন,লঙ্কা পেস্ট করে নিন।
    ফটোতে যেমন আছে ঠিক তেমন করে মটন ম্যারিনেট করে রাখুন।

  3. 3
  4. 4

    একটি কড়াই তে সরিষার তেল গরম করুন, তাতে তেজপাতা, গোটা গরম মসলা ফরণ একে একে স্লাইস করা পেঁয়াজ লাল করে ভাজুন, মটন দিয়ে কষাতে থাকুন।

  5. 5

    মাটন বাদামি পরে, লবণ এবং দই যোগ করুন এবং সমস্ত দই শুষে না হওয়া পর্যন্ত তেল ভাজতে থাকুন এবং তেল ছারা পর্যন্ত কষাতে হবে।
    এর মধ্যে একটি পোড়ানো মাটির পাত্র রাখুন যাতে মাটির পাত্র র সুগন্ধ আসে।

  6. 6

    মাটন বাদামী হয়ে গেলে এবং সমস্ত জল শুষে নিলে এর সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে, জিরা গুঁড়ো মিক্স দিন এবং এটি সুগন্ধি হওয়া পর্যন্ত ভাজুন। বাদামী পেঁয়াজ দিন এবং কম আঁচে প্রায় 2-4 মিনিট কষান।
    প্রায় 2 কাপ জল দিয়ে, ২০ মিনিটের জন্য রান্না হতে দিন। গ্যাস বন্ধ করুন এবং প্রেসার নিজে থেকে বেরতে দিন।

    ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।

  7. 7

    পরিবেশন পরামর্শ
    গরম বাজরা রুটি বা গরম ফুলকাসের সাথে রাজস্থানী লাল মাস পরিবেশন করুন। গরম ভাত দিয়েও এর স্বাদ ভাল লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipanwita Ghosh Roy
Dipanwita Ghosh Roy @cook_diprajanya
Kolkata

Similar Recipes