দই রুই (Doi rui recipe in bengali)

Purabi Das Dutta
Purabi Das Dutta @cook_26671580
Guwahati

#TR

দই রুই (Doi rui recipe in bengali)

#TR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রাম রুই মাছ
  2. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  3. স্বাদ মতনুন
  4. ১ টা তেজপাতা
  5. ১ টুকরো দারচিনি
  6. ২ টো এলাচ
  7. ২ টো লব
  8. ১/৪ চা চামচ গোটা জিরা
  9. ১/২ চা চামচ লঙ্কা গুঁরো
  10. ১/৪ কাপ পেঁয়াজ বাটা
  11. ১/২ চা চামচ আদা রসুন বাটা
  12. ১/২ কাপ টক দই
  13. ১/৪ কাপ সর্ষের তেল
  14. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. ১/২ চা চামচ চিনি
  16. ২-৪ টে চেরা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমত মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে লাল লাল করে ভেজে নিন।

  2. 2

    ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে বাদামি করে ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। 

  3. 3

    এবার আঁচ কমিয়ে ফেটানো দই দিয়ে ক্রমাগত নাড়ুন। নুন স্বাদ মত, হলুদ, লঙ্কা গুঁরো দিয়ে কষিয়ে নিন যতক্ষণ পর্যন্ত মশলা তেল ছাড়তে শুরু না করে।

  4. 4

    এই অবস্থায় ১/২ কাপ জল দিন ও মাছের টুকরো গুলো ছেড়ে মিনিট ১০ খানেক ফুটিয়ে নিন। গরম মশলার গুঁরো, চিনি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ২ মিনিট পর নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Purabi Das Dutta
Purabi Das Dutta @cook_26671580
Guwahati

Similar Recipes