দই রুই (doi rui recipe in Bengali)

Raktima Kundu
Raktima Kundu @KhongBongDhong
Kolkata

#ফেব্রুয়ারি২
#দইরুই
দই মাছ তো মশলা দিয়ে খেয়েই থাকি, এভাবে হাল্কা মশলা দিয়ে খেলেও মন্দ লাগেনা। গরমের দুপুরে যখন তেল মশলা বেশী খেতে মন চায়না, তখন এমন খাবার পেট ও মন দুইই ভরায়।

দই রুই (doi rui recipe in Bengali)

#ফেব্রুয়ারি২
#দইরুই
দই মাছ তো মশলা দিয়ে খেয়েই থাকি, এভাবে হাল্কা মশলা দিয়ে খেলেও মন্দ লাগেনা। গরমের দুপুরে যখন তেল মশলা বেশী খেতে মন চায়না, তখন এমন খাবার পেট ও মন দুইই ভরায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫ টা রুই মাছ
  2. ১০০ গ্রাম টক দই
  3. ১/২ চা চামচ বেসন
  4. ১ টি পেঁয়াজ
  5. ১ ইঞ্চি আদা
  6. ৩ টে কাঁচা লঙ্কা
  7. ১ চা চামচ চিনি
  8. স্বাদমত নুন
  9. ৪ টেবিল চামচ সরষের তেল
  10. ২ টিছোট এলাচ
  11. ১ টা ছোট তেজপাতা
  12. ১ ইঞ্চি দারচিনি
  13. ১ টালবঙ্গ
  14. ১ চা চামচ ঘি
  15. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো
  16. ১০-১২ টিধনেপাতার পাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে টক দইতে চিনি, বেসন ও অল্প নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এতে স্বাদ ব্যালান্স হওয়ার সাথে সাথে রান্নায় দেওয়া দই ফেটে যাওয়ার সম্ভাবনাও কমবে।

  2. 2

    পেঁয়াজ ও আদা একসাথে মিক্সিতে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে তার জল/রস টা আলাদা করে নিন। এই রস দিয়েই রান্নাটা হবে।

  3. 3

    এবারে ফ্যাটানো টক দইতে ২ টেবিল চামচ পেঁয়াজ-আদার রস মিশিয়ে নিলেই গ্রেভির মিশ্রণ তৈরী।

  4. 4

    মাছগুলোতে ভালো করে নুন মাখিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে দুপাশে হাল্কা ভেজে তুলে নিন।

  5. 5

    এবারে ঐ তেলেই একে একে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে ফোড়নের গন্ধ বের হওয়া অবধি নাড়িয়ে দই এর মিশ্রণ ঢেলে অনবরত নাড়তে থাকুন। এতে দই ফেটে যাওয়া পুরোপুরি আটকানো যাবে।

  6. 6

    ঢাকা না দিয়ে রান্নাটা ৫ মিনিট হতে দিয়ে চেরা কাঁচা লঙ্কা ও ভাজা মাছ দিয়ে দিন।

  7. 7

    মাছগুলো একবার গ্রেভিতে কোট করে প্রতি দিক ৪-৫ মিনিট করে ফুটতে দিন। ঢাকা না দিয়ে মাঝারি আঁচে রান্নাটা হবে।

  8. 8

    এবারে ঘি, গরম মশলার গুঁড়ো, ধনেপাতার পাতা ছড়িয়ে হাল্কা হাতে নাড়াচাড়া করে গ্যাস অফ করে ৩-৪ মিনিট ঢেকে রেখে পরিবেশন করুন দই রুই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Raktima Kundu
Raktima Kundu @KhongBongDhong
Kolkata

Similar Recipes