দই রুই(doi rui recipe in Bengali)

Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

#মা রেসিপি

দই রুই(doi rui recipe in Bengali)

#মা রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25-30 মিনিট
6 জনের জন্য
  1. 6 টুকরো রুই মাছ
  2. 100 গ্রামটক দই
  3. 1টিমাঝারি পেঁয়াজ পেস্ট
  4. 1টেবিল চামচআদা রসুন পেস্ট
  5. 2টিকাঁচালঙ্কা চিরে
  6. 1টি তেজপাতা
  7. 1ইঞ্চিদারচিনি
  8. 2টিছোট এলাচ
  9. 2 টিলবঙ্গ
  10. 1 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  11. 1 চা চামচ ধনে গুঁড়ো
  12. 1 চা চামচহলুদ গুঁড়ো
  13. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  14. প্রয়োজন অনুযায়ীতেল
  15. স্বাদ অনুযায়ীচিনি
  16. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

25-30 মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলি ধুয়ে আন্দাজমতো শুকনো লঙ্কা,হলুদ ও লবণ দিয়ে মেখে রেখে দিন

  2. 2

    পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিন এবং অন্যান্য মশলা জোগাড় করে নিন

  3. 3

    কড়াইতে আন্দাজমতো তেল গরম করে মাছগুলি লাল লাল করে ভেজে তুলে রাখুন

  4. 4

    এবার কড়াইতে আন্দাজমতো তেল গরম করে তাতে গোটা গরমমশলা গুলি দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে ভাজতে থাকুন

  5. 5

    পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তারপর তাপে আদা রসুনের পেস্টটা দিয়ে ভাজতে থাকুন

  6. 6

    আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার তাতে লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, আন্দাজমতো হলুদ এবং স্বাদমতো লবণ দিয়ে সামান্য জল যোগ করে কষাতে থাকুন

  7. 7

    মশলা কষে তেল ছেড়ে দিলে এবার তাতে দইটা ফেটিয়ে দিয়ে দিন এবং কাঁচা লঙ্কা ও গুঁড়ো গরমমশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন

  8. 8

    এবার তাতে আন্দাজমতো জল ও স্বাদমতো চিনি দিয়ে দিন, জল ফুটতে শুরু করলে মাছগুলি তাতে দিয়ে মিশিয়ে নিন এবং ঢাকা দিয়ে এক মিনিট কম আঁচে রেখে দিন

  9. 9

    এক মিনিট পরে ঢাকা খুলে মাছগুলি উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিন

  10. 10

    জল শুকিয়ে মজে গিয়ে গ্রেভি ঘন হয়ে গেলে আঁচ বন্ধ করে সার্ভিস পাত্রে ঢেলে নিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

Similar Recipes