কষা আলুর দম (Kosha aloor dum recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#js
জামাই ষষ্ঠী স্পেশাল মেনু হিসাবে আমি করেছি কষা আলুরদম। এটা লুচি, পরোটা, পোলাও ফ্রাইড রাইস সবার সাথেই দারুন লাগে। খেতে খুবই সুস্বাদু হয়।

কষা আলুর দম (Kosha aloor dum recipe in bengali)

#js
জামাই ষষ্ঠী স্পেশাল মেনু হিসাবে আমি করেছি কষা আলুরদম। এটা লুচি, পরোটা, পোলাও ফ্রাইড রাইস সবার সাথেই দারুন লাগে। খেতে খুবই সুস্বাদু হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ৪-৫ টা মাঝারি আলু সেদ্ধ করে খোসা ছড়িয়ে নিয়েছি
  2. ১ টা বড়টমেটো কুচি করে নিয়েছি
  3. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  5. স্বাদ অনুযায়ীনুন চিনি
  6. ১/২ ইঞ্চি আদা বাটা
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ২/৩ চা চামচ ধনে পাতা কুচি
  9. ২ টো +১ চিমটিতেজপাতা, গোটা জিরে ফোঁড়নের জন্য
  10. ১/২ চা চামচ ঘি
  11. ১/২ চা চামচ গরম মশলা
  12. পরিমাণ মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে ওই সেদ্ধ কড়া আলু গুলো হাল্কা করে ভেজে নিয়েছি।

  2. 2

    এবার ওই আলু গুলো আলাদা রেখে দিয়েছি।

  3. 3

    এবার ওই তেলের মধ্যে ফরনের মশলা দিয়ে টমেটো দিয়ে একটু নাড়া চাড়া করে নিয়েছি।

  4. 4

    এবার তার মধ্যে একে একে সব মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি।

  5. 5

    এবার তাতে ভেজে রাখা আলু গুলো দিয়ে ভালো করে কষে নিয়ে অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি।

  6. 6

    এবার জল টা একটু শুকিয়ে এলে তাতে ঘি আর গরম মসলা দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes