ভেজ চাউমিন (veg chow mein recipe in Bengali)

Amita Chattopadhyay
Amita Chattopadhyay @amita_17

ভেজ চাউমিন (veg chow mein recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

চার জনের জন্য
  1. ২০০ গ্রাম চাউমিন
  2. ৫ টেবিল চামচ সাদা তেল
  3. স্বাদ মতনুন
  4. ১টি ছোট ক্যাপ্সিকাম কুচি
  5. ১ টি মাঝারি গাজর কুচি
  6. পরিমাণ মত ফুলকপির টুকরো
  7. ১০ টি বিন্স কুচি
  8. ৪ টি কাঁচা লঙ্কা কুচি
  9. ১ চা চামচ চিনি
  10. ১/২ চা চামচ সব্জী মশলা
  11. ২ টেবিল চামচ টমেটো সস
  12. ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইতে ৬ কাপ জল ও ২ চামচ নুন ও এক চামচ সাদা তেল মিশিয়ে গরম করতে দিতে হবে। জল গরম হয়ে গেলে চাওমিন দিয়ে নাড়িয়ে দিতে হবে এবং ৪-৫ মিনিট সময় চাওমিন সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। কয়েক মিনিট পর, চাউমিন নামিয়ে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।

  2. 2

    গ্যাসে কড়াই বসিয়ে ৪ চামচ তেল গরম করে নিতে হবে।
    তেল খুব ভালো করে গরম হয়ে গেলে, এর মধ্যে সব্জি গুলি দিয়ে ভাজতে হবে।

  3. 3

    পরিমাণ মতো নুন ও সামান্য একটু সব্জি মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে।

  4. 4

    সব সব্জি ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ চাউমিন দিয়ে মেশাতে হবে।

  5. 5

    তারপর এর মধ্যে চিনি, গোলমরিচ গুঁড়ো ও টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে ৩ মিনিট নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amita Chattopadhyay

মন্তব্যগুলি

Similar Recipes