পাঁঠার মাংস কষা (panthar mangsho kosha recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#FF1
বাঙালীর শারদোৎসব মানেই আনন্দ উদযাপন ,যা ভূরিভোজ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় | আমরা অনেকে পুজোর কটা দিন বাইরে খাবার খেতে পছন্দ করি, কেউবা বাড়িতেই নানারকম খাওয়া দাওয়া করতে ভালবাসি | একেক দিন একেক রকম খাবার খাওয়ার চল আছে| অষ্টমীতে যেমন খিচুড়ি খাওয়া,নবমীর দিন পাঁঠা মাংস মাস্ট |আমি পুজোর খাওয়া দাওয়ায় নবমীর দিন পাঁঠার মাংস,পারশে মাছভাজা, জলপাইচাটনী আর স্যালাড সহযোগে ভূরিভোজের ব্যবস্থা করেছিলাম|
দইনুন হলুদ, লংকা সঃ তেল দিয়ে জারানো,সামান্য পেঁয়াজ রসুন আদাআর গরম মশলাদিয়ে তৈরী করা
পেঁপে, আলুদিয়ে মাংসের ঝোল ভাত, আহা যেন অমৃত সমান |

পাঁঠার মাংস কষা (panthar mangsho kosha recipe in Bengali)

#FF1
বাঙালীর শারদোৎসব মানেই আনন্দ উদযাপন ,যা ভূরিভোজ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় | আমরা অনেকে পুজোর কটা দিন বাইরে খাবার খেতে পছন্দ করি, কেউবা বাড়িতেই নানারকম খাওয়া দাওয়া করতে ভালবাসি | একেক দিন একেক রকম খাবার খাওয়ার চল আছে| অষ্টমীতে যেমন খিচুড়ি খাওয়া,নবমীর দিন পাঁঠা মাংস মাস্ট |আমি পুজোর খাওয়া দাওয়ায় নবমীর দিন পাঁঠার মাংস,পারশে মাছভাজা, জলপাইচাটনী আর স্যালাড সহযোগে ভূরিভোজের ব্যবস্থা করেছিলাম|
দইনুন হলুদ, লংকা সঃ তেল দিয়ে জারানো,সামান্য পেঁয়াজ রসুন আদাআর গরম মশলাদিয়ে তৈরী করা
পেঁপে, আলুদিয়ে মাংসের ঝোল ভাত, আহা যেন অমৃত সমান |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
২জন
  1. ৩৫০গ্রাম মাংস
  2. ১/২ কাপ টকদই
  3. ৩টি আলু অর্ধেক করা
  4. ৪ ফালি পেঁপের টুকরা
  5. প্রয়োজন মত সর্ষের তেল
  6. ২টি পেঁয়াজ,কুচি ও বাটা
  7. ১০-১২ কোয়া রসুন বাটা
  8. ২ চা চামচ আদা বাঁটা
  9. ২টি কাঁচা লঙ্কা চেরা
  10. ১টি টমেটো বাটা
  11. ১ চা চামচ জিরা গুঁড়ো
  12. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  13. ১ চা চামচ গরম মশলা
  14. ১/২ চা চামচ ঘি
  15. স্বাদ মতনুন
  16. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১চিমটি চিনি
  18. ১ চা চামচ গোটা জিরা
  19. ১টি শুকনো লঙ্কা
  20. ১টি তেজপাতা
  21. ১টিএলাচ
  22. ১টি লবঙ্গ
  23. ১টুকরো দারচিনি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে পাঁঠা মাংস ধুয়ে জল ঝরিয়ে দই, নুন, হলুদ ওলংকাগুড়া এবং ১ চা চামচ সঃ তেল মাখিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করতে হবে ৷

  2. 2

    এরপর পেঁয়াজ রসুন আদা টমেটো বেঁটে, মশলাগুছিয়ে নিতে হবে। আলু দুটুকরা করে, পেঁপে কেটে রাখতে হবে|

  3. 3

    প্যানে ৪চা চামচ সঃ তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে আলুর টুকরা ভেজে তুলে নিতে হবে ৷এবার আরো একটু তেল দিয়েজিরে লংকা, তেজপাতা ও গোটা গরম মশলা থেঁতো করে ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে হবে|

  4. 4

    পেঁয়াজ ভাজা হলে রসুনবাঁটা ভেজে,টমেটো বাটা আদাবাটা দিয়েকসাতে হবে, এবার একে একে জিরে, হলুদ, নুন লংকাগুরা ১ চা চামচ ঘি দিয়ে সামান্য কষানো হলে ম্যারিনেটেড মাংস দিয়ে কষাতে হবে| ভালোমত কষানো হলেভাজা আলু ও পেঁপের টুকরাদিয়ে নাড়িয়ে,সামান্য চিনি, কাঁচালংকা দিয়ে এবার গরম জল পরিমাণ মতদিয়ে প্রেসারে ৪টা সিটি দিয়ে নামাতে হবে |

  5. 5

    কুকার ঠাণ্ডা হলে ১ চা চামচ গরম মশলা ছড়িয়ে ফুটিয়ে ঢেকে রাখতে হবে৫মিনিট | তৈরী নবমীর ভূরি ভোজের পাঁঠা মাংস |

  6. 6

    এবার সেটি বাটিতে ঢেলে গরম ভাত,স্যালাড, মাছভাজাও চাটনি দিয়ে আমি পরিবেশন করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes