কষা মাংস (kosha mangsho recipe in bengali)

শ্রেয়া দত্ত
শ্রেয়া দত্ত @cook_25151492

#ebook2
#জামাইষষ্ঠী স্পেশাল
জামাইষষ্ঠী মাংস ছাড়া আসম্ভব তাই আমার আজকের রেসিপি কষা মাংস।

কষা মাংস (kosha mangsho recipe in bengali)

#ebook2
#জামাইষষ্ঠী স্পেশাল
জামাইষষ্ঠী মাংস ছাড়া আসম্ভব তাই আমার আজকের রেসিপি কষা মাংস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামমুরগির মাংস
  2. 3 টেপেঁয়াজ কুচি
  3. 2টেবিল চামচ আদা বাটা
  4. 2টেবিল চামচ রসুন বাটা
  5. 1 চা চামচচিকেন মশলা
  6. স্বাদ অনুযায়ী নুন
  7. 1 চা চামচহলুদ
  8. 1টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  9. 1 কাপটকদই
  10. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  11. পরিমাণ মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাংসে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো।

  2. 2

    এবার প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে আদা, রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে পেয়াজ কুচি দিয়ে ভেজে সব মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেবো।

  3. 3

    এরপর 4 কাপ গরম জশ ঢেলে ঢাকাচাপা দিয়ে ঝোল কমে আসা পর্যন্ত অপেক্ষা করব, ঝোল কমে এলে টকদই মিশিয়ে আবারো একটু কষে নিয়ে ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিয়ে গরমগরম পরিবেশন করুন কষা মাংস।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শ্রেয়া দত্ত

Similar Recipes