এগ মোগলাই(ehh moglai recipe in Bengali)

Ankita Bhattacharjee Roy
Ankita Bhattacharjee Roy @cook_30845269

#KS
আমার মেয়ে এগ্ মোগলাই খেতে খুব ভালোবাসে। তাই চিলড্রেন্স ডে উপলক্ষে আমি এগ্ মোগলাই বানালাম।।

এগ মোগলাই(ehh moglai recipe in Bengali)

#KS
আমার মেয়ে এগ্ মোগলাই খেতে খুব ভালোবাসে। তাই চিলড্রেন্স ডে উপলক্ষে আমি এগ্ মোগলাই বানালাম।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 2 কাপময়দা
  2. স্বাদ মত লবণ
  3. পরিমাণ মত সাদা তেল
  4. 1/2 কাপধনেপাতা কুচি
  5. 3 টিডিম
  6. 2 টিপেঁয়াজ কুচি
  7. 2 টিলঙ্কা কুচি
  8. 1 চা চামচজিরা গুঁড়ো
  9. 1 চা চামচ ধনে গুঁড়ো
  10. পরিমাণ মত গরম জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ময়দাতে সামান্য লবণ ও সাদা তেল ময়ান্ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    এরপর গরম জল দিয়ে একটু একটু করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ৩০ মিনিট টাকা দিয়ে রাখতে হবে।

  3. 3

    এরপর ময়দা থেকে লেচি কেটে নিতে হবে বড় বড় করে।

  4. 4

    একটি পাত্রে ডিম ফাটিয়ে তাতে লবণ, ধনেপাতা, পেঁয়াজকুচি, লঙ্কা কুচি,ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো সব চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে। তাহলে এগ্ মোগলাইয়ের জন্য পুর তৈরি।

  5. 5

    চাকা বেলনের সাহায্যে একটা করে বেলে নিতে হবে এবং মাঝখানে ওই পুর ভরে দিতে হবে এবং চার পাশটা মুড়ে নিতে হবে।

  6. 6

    এরপর কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে 2 পিঠ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে খুন্তি দিয়ে ছোট ছোট মোগলাই -এর আকারে কেটে নিতে হবে।

  7. 7

    শেষে টমেটো সস্, স্যালাড ও আলুর তরকারি সহজে গরম গরম পরিবেশন করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Bhattacharjee Roy
I love cooking ❤️❤️
আরও পড়ুন

Similar Recipes