আলুর পরোটা (Aloor paratha recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#WV

শীতের শাকসব্জিতে আমি আজ শেয়ার করছি আলুর পরোটা।

আলুর পরোটা (Aloor paratha recipe in Bengali)

#WV

শীতের শাকসব্জিতে আমি আজ শেয়ার করছি আলুর পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 1 কাপআটা
  2. 2 টোআলু (সেদ্ধ করা)
  3. 1 চা চামচভাজা মশলা গুঁড়ো
  4. 2 টোকাঁচালঙ্কা কুঁচি
  5. স্বাদ মত নুন ও চিনি
  6. প্রয়োজন মতজল
  7. প্রয়োজন মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সেদ্ধ আলু ভালো করে চটকে নিয়ে তার মধ্যে নুন, ভাজা মশলা, কাঁচালঙ্কা কুঁচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন ফ্রাইং প্যান গরম করে তেল ব্রাশ করে মাখা আলু সেদ্ধ দিয়ে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন মিশ্রণটা প্যান থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  2. 2

    আটার সাথে নুন ও চিনি মিশিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে।

  3. 3

    এখন মাখা আটা থেকে ছোট ছোট লেচি কেটে ভেতরে আলুর পুর ভরে ভালো করে চেপে মুখটা বন্ধ করে রাখতে হবে। এখন একটা করে পুর ভরা লেচি নিয়ে বেশ হাল্কা হাতে একটু মোটা করে বেলে নিতে হবে।

  4. 4

    তাওয়া গরম করে তাতে 1টেবিল চামচ তেল দিয়ে বেলে রাখা পরোটা দিয়ে ওপরে আবার 1 টেবিল চামচ তেল দিতে হবে। নীচের দিকটা ভাজা হয়ে গেলে পরোটা টা উল্টে দিয়ে ঐ পীঠটা ভেজে নিতে হবে। ভাজার সময় আঁচ মিডিয়াম-লো তে রাখতে হবে।

  5. 5

    এইভাবে একটা একটা করে সব পরোটা গুলো ভেজে নিয়ে পছন্দ মতো তরকারি, সস বা চাটনির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

মন্তব্যগুলি (4)

Swaminathan
Swaminathan @280818S
Best wishes of health and health to you and your family. Happy New year 😀💐
( সম্পাদিত )

Similar Recipes