গোবি 65(gobi 65 recipe in Bengali)

Poulomi Bhattacharya
Poulomi Bhattacharya @cook_25865963
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টাফুলকপি
  2. 1/2 কাপময়দা
  3. 1/4 কাপকর্ণ ফ্লাওয়ার
  4. 2টেবিল চামচ চালের গুঁড়ো
  5. 1.5 চা চামচমরিচ গুঁড়ো
  6. 1/2 চা চামচগোলমরিচ গুুঁড়ো
  7. স্বাদ মতলবণ
  8. 1 চা চামচকরে আদা ও রসুন বাটা
  9. পরিমাণ মতলাল রং (ঐচ্ছিক)
  10. 3-4 টেকাঁচা মরিচ
  11. 1 মুঠোকারি পাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ফুলকপির ফুল গুলো খুলে নিয়ে মাঝারি সাইজে কেটে নিন। এবার ধুয়ে ফুটন্ত গরম জলে সামান্য লবণ দিয়ে ১0 মিনিট ঢেকে ডুবিয়ে রাখুন। দশ মিনিট পরে জল ঝরিয়ে নিন।

  2. 2

    এবার একটি বাটিতে ময়দা,কর্ণ ফ্লাওয়ার, চালের গুঁড়া, লবণ, এক চামচ তেল ও সব মশলা নিয়ে মিশিয়ে ঘন গোলা তৈরী করুন। ইচ্ছে হলে সামান্য লাল খাবার রং মিশিয়ে নিন।

  3. 3

    ফুলকপির গুলো একটা বাটিতে নিয়ে তাতে সামান‍্য কর্ণ ফ্লাওয়ার, লবণ, গোলমরিচ ও লাল মরিচ মাখিয়ে নিন।

  4. 4

    ভালো ভাবে গরম হলে ফুলকপির টুকরো গুলো একটা একটা করে গোলায় ডুবিয়ে তেলে ছাড়ুন। আঁচ মাঝারি লো তে থাকবে যাতে ফুলকপি সিদ্ধ হয়। নীচের দিক হয়ে গেলে উল্টে দেবেন এবং দু মিনিট পরে আঁচ টা একটু বাড়িয়ে দেবেন যাতে ভাজাটা মুচ মুচে হয়। এভাবে সব গুলো কপি প্রথমে লো মিডিয়াম ও শেষের দিকে হাই হিটে ভেজে তুলুন।

  5. 5

    এবার তিন চারটা কাঁচা মরিচ ফালি করে নিন। এক মুঠো কারি পাতা ও মরিচ গুলো গরম তেলে ছেড়ে কয়েক সেকেন্ড পরেই তুলে ফুল কপির ভাজা টুকরো গুলোর উপর ছড়িয়ে দিন। ভাত বা পোলাও এর সাথে পরিবেশন করুন অথবা এমনি এমনিই খান।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poulomi Bhattacharya
Poulomi Bhattacharya @cook_25865963

মন্তব্যগুলি

Similar Recipes