আলু পরাঠা(Aloo Paratha recipe in Bengali)

Soumali Chatterjee
Soumali Chatterjee @Soumali_1
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. ১/২ কাপ ময়দা
  2. ১/২ কাপ আটা
  3. ১ চিমটি লবণ
  4. ৪ টেবিল চামচ সাদা তেল
  5. পরিমাণ মতজল
  6. ২ টি আলু সেদ্ধ করা
  7. ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  8. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. ১/২ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  10. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  11. ১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমেই আটা, ময়দা একটি পাত্রে নিয়ে লবণ ও ১ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে।

  2. 2

    এবার শেষ আলু চটকে নিতে হবে ভালো করে। তারপর একটা প্যান গরম করে তাতে সাদা তেল দিয়ে দিতে হবে।

  3. 3

    ধনে পাতা দিয়ে অল্প নাড়া চাড়া করে নিতে হবে। একে একে লবণ, জিরা গুড়া, সেদ্ধ আলু দিয়ে নাড়া চারা করে নামিয়ে নিলেই পুর টা তৈরি হয়ে যাবে।

  4. 4

    এবার একটু বড় করে ময়দার লেচি কেটে নিতে হবে এবং গোল করে পাকিয়ে নিয়ে তারপর হাতের আঙুলের সাহায্যে মাঝখানে একটু গর্ত করে তার ভিতরে আলুর পুর দিয়ে ভালো করে চারদিক থেকে লেচিটা টেনে এনে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর হালকা হাতে পরোটা গুলো একে একে বেলে নিতে হবে।

  5. 5

    এবার তাওয়া গরম করতে হবে এবং সাদা তেল ছড়িয়ে পরোটা গুলি দু'পাশটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে সসের সাথে পরোটা সার্ভ করেছি ।চাইলে যেকোনো আচার দিয়েও বা দই দিয়ে সার্ভ করা যেতে পারে এই আলুর পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি

দ্বারা রচিত

Soumali Chatterjee

Similar Recipes