রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

30মিনিট
4 জন
  1. 5 টুকরোব্রেড
  2. 1টা বড় আলু সিদ্ধ
  3. 1টি পেঁয়াজ কুচি
  4. 2টেবিল চাম নারকেল কুচি
  5. 1/2 চা চামচভাজা মশলাগুলো
  6. স্বাদ মতনুন
  7. 1/2 কাপময়দা
  8. 1টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  9. প্রয়োজন অনুযায়ীবিস্কুটের গুঁড়ো
  10. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে পাউরুটির চারিদিকটা কেটে একটু বেলে নিতে হবে।ময়দা কর্নফ্লাওয়ার নুন একসাথে মিশিয়ে জল দিয়ে একটা ব্যটার তৈরি করে নিতে হবে

  2. 2

    পাউরুটিতে অল্প জল দিয়ে জল বার করে তার ওপরে একটা একটা চিজের টুকরো দিয়ে তার ওপরে কিছুটা পালংশাক দিয়ে খুব আস্তে আস্তে পাউরুটিটা মুড়ে নিতে হবে

  3. 3

    সেদ্ধ আলু নুন ভাজা মশলার গুঁড়ো নারকোলকুচি, পেঁয়াজ কুচি একসাথে মেখে নিতে হবে

  4. 4

    পাউরুটিতে অল্প জল দিয়ে জল বার করে তার ওপরে কিছুটা আলু মাখা দিয়ে খুব আস্তে আস্তে পাউরুটিটা মুড়ে নিতে হবে

  5. 5

    এবারে মোড়ানো পাউরুটি ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে করাতে তেল দিয়ে গরম হলে রোল গুলো দিয়ে গ্যাস কমিয়ে ভাজতে হবে
    ডিপ ফ্রাই করে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি

দ্বারা রচিত

Debjani Banerjee
Debjani Banerjee @Debjani019

Similar Recipes