গোকুল পিঠে

Sumita Sarkhel
Sumita Sarkhel @cook_11753561
Kolkata, India

বাঙালির শীতকালের সেরা খাবার হল বিভিন্ন ধরনের পিঠে এবং পাটিসাপটা। গোকুল পিঠে সেই রকমই এক সাবেকি রান্না। এই পিঠের মধ্যে লুকিয়ে আছে মা-ঠাকুমা দের ভালোবাসা এবং আমাদের সকলের ছোটবেলার স্মৃতি।

গোকুল পিঠে

বাঙালির শীতকালের সেরা খাবার হল বিভিন্ন ধরনের পিঠে এবং পাটিসাপটা। গোকুল পিঠে সেই রকমই এক সাবেকি রান্না। এই পিঠের মধ্যে লুকিয়ে আছে মা-ঠাকুমা দের ভালোবাসা এবং আমাদের সকলের ছোটবেলার স্মৃতি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩ জন
  1. ১টা গোটা নারকেল কোরানো
  2. ১০০ গ্ৰাম খোয়া
  3. ২ কাপ চিনি
  4. ৬ টা এলাচ গুঁড়ো
  5. ১ কাপ ময়দা
  6. ১/২ কাপ চালের গুঁড়ো
  7. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    করাই গরম করে তাতে খোয়া দিয়ে ভালো করে নাড়ুন। নরম হয়ে গেলে নারকেল কোরানো দিয়ে দিন।

  2. 2

    ভালো করে মিশিয়ে ৩/৪ কাপ চিনি দিন।

  3. 3

    ভালো করে মিশিয়ে নিন।

  4. 4

    সবকিছু মিশে গিয়ে যখন কাদা কাদা হবে তখন এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে দিন।

  5. 5

    একটু ঠাণ্ডা হলে গোল করে গোকুল পিঠে আকার দিন।

  6. 6

    আরেকটি বাসনে চিনি এবং তার দ্বিগুণ জল দিয়ে রস বসান। গারো হয়ে গেলে নামিয়ে রাখুন।

  7. 7

    করায় তেল গরম করুন।

  8. 8

    ময়দা এবং চালের গুঁড়ো একসাথে মিশিয়ে জল দিয়ে একটা থকথকে মিশ্রণ বানান। তাতে নারকেলের গোলা গুলি ডুবিয়ে, ডোবা তেলে ভাজুন।

  9. 9

    খুব বেশি ভাজবেন না। তাহলে ভেতরে রস যাবেনা।

  10. 10

    হালকা ভাজা হলে রসে ভিজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumita Sarkhel
Sumita Sarkhel @cook_11753561
Kolkata, India

Similar Recipes